সরকারি ক্রয় কার্যক্রমে বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) প্রস্তুতির সময় এবং দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের সময় দরপত্রটির প্রকৃতি কি তা উল্লেখ করতে হয়। অর্থাৎ দরপত্রটি কি কার্য (Works), পণ্য (Goods), সেবা (Services) নাকি ভৌত সেবা (physical services) হবে তা উল্লেখ করতে হয়।
এই কার্য, পণ্য, সেবা এবং ভৌত সেবার মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
PPR-08 অনুযায়ি ওয়ার্কশপ (Workshop)/সেমিনার (Seminar) আয়োজন হচ্ছে ভৌত সেবা (Physical Service বা Non Consultancy Service)।
সরকারি ক্রয় বিধিতে এই ভৌত সেবার সংজ্ঞা দেয়া আছে।
বিস্তারিত দেখুনঃ ভৌত সেবা (physical services) কি ?
আরও দেখুনঃ ওয়ার্কশপ/সেমিনার আয়োজনের টেন্ডার কি ই-জিপিতে করা যাবে ?