সরকারি ক্রয় ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হচ্ছে
সরকারি ক্রয় ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ডিজিটাল করতে এবং আরও অধিক সংস্কারের জন্য একটি নতুন পাঁচ বছর মেয়াদী প্রকল্প চালু হয়েছে।
“পাবলিক সার্ভিস ডেলিভারি উন্নয়নে প্রকিউরমেন্ট আধুনিকায়ন (Procurement Modernisation to Improve Public Service Delivery: PMIPSD)” শীর্ষক এই প্রকল্পটি ২০২৫ সালের জুলাই মাস থেকে ২০৩০ সালের জুন মাস পর্যন্ত বাস্তবায়িত হবে।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য:
এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো দেশের সকল ক্রয় কার্যক্রমের জন্য ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) প্ল্যাটফর্মকে একমাত্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এছাড়াও, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং সক্ষমতা বৃদ্ধি করা।
বিপিপিএ-এর ডেটা সেন্টারের হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড করে ই-জিপি-এর কার্যকারিতা বাড়ানো এবং একটি টেকসই পরিচালনা ও ভবিষ্যতের রক্ষণাবেক্ষণের পরিকল্পনা তৈরি করা।
ওপেন কন্ট্রাক্টিং ডেটা স্ট্যান্ডার্ডস (OCDS), কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং-এর মতো উদীয়মান প্রযুক্তি ব্যবহার করে একটি সুরক্ষিত, রিয়েল-টাইম এবং আধুনিক ডেটা অ্যানালিটিক্স ক্ষমতা তৈরি করা।
সকল স্তরের প্রকিউরমেন্ট স্টেকহোল্ডারদের জন্য সক্ষমতা বৃদ্ধির কৌশল, যার মধ্যে চুক্তি ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত, তৈরি করা, যা সরকারি ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থাপনাকে উন্নত করবে।
সাধারণত ব্যবহৃত পণ্যগুলির জন্য নতুন মানদণ্ড তৈরি করা, বিদ্যমান আদর্শ দরপত্র দলিল (STDs) এর প্রয়োজন-ভিত্তিক ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক দুর্যোগ বা স্বাস্থ্য সংকটের সময় জরুরি সরকারি ক্রয় পদ্ধতি নির্ধারন করা।
বিপিপিএ (BPPA) কে একটি সম্পূর্ণ কার্যকরী কর্তৃপক্ষের রূপান্তরিত করার জন্য পাঁচ বছরের একটি সম্ভাব্য কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা।
প্রকল্পের ব্যয় ও অর্থায়ন:
- এই প্রকল্পের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫৫১.৯৭ কোটি টাকা।
- এর মধ্যে ৪৩২.৯০ কোটি টাকা বিশ্বব্যাংকের প্রকল্প ঋণ হিসেবে আসবে।
- বাকি ১১৯.০৭ কোটি টাকা সরকার নিজেই অর্থায়ন করবে।
প্রকল্পটি বাস্তবায়ন করবে ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন ডিপার্টমেন্ট (আইএমইডি)। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে।
এই উদ্যোগটি ২০১৭ সাল থেকে সফলভাবে বাস্তবায়িত হওয়া ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ)-এর ধারাবাহিকতায় নেওয়া হয়েছে।
এই লেখকের অন্যান্য লেখা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?
বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

International Sourcing on European Procurement: A Strategic Analysis
In its recent study, using survey data from 2021-2023, Eurostat explores a comprehensive analysis of how international sourcing is reshaping

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ
সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ
২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর