সাড়ে ১১ বছর আগে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে উড়ালসড়কের গার্ডার ধসে ১৩ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের আট কর্মকর্তাকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই উড়াল সড়ক কার্যচুক্তির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল মীর আক্তার অ্যান্ড পারিশা ট্রেড সিস্টেমস।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন উড়ালসড়কের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে পড়ে। এতে ১৩ জনের মৃত্যু হয়। এ ঘটনার দুই দিন পর পুলিশ বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে সিডিএ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এজাহারভুক্ত আসামি ছিলেন। এরপর শুধু ঠিকাদারি প্রতিষ্ঠানের আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
আরও দেখুনঃ প্রকল্পস্থলে দূর্ঘটনা: দায় কার ? ঠিকাদার না প্রকল্প দপ্তরের ?
২০১০ সালে চট্টগ্রামের এম এ মান্নান (বহদ্দারহাট ফ্লাইওভার) উড়ালসড়কের নির্মাণকাজ শুরু করেছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। নির্মাণ শেষে ২০১৭ সালে সেটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়।