সম্প্রতি জারীকৃত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫) তে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে। কমিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সরকারি ক্রয় কার্যক্রমে এই কমিটিগুলো অনেক গূরুত্বপূর্ণ।
বিস্তারিত দেখুনঃ পিপিআর ২০২৫ এ মোট কতগুলো কমিটি এবং কি কি ?
এরমধ্যে একটি হলো কারিগরি পরীক্ষণ ও গ্রহণ কমিটি (Technical Examination and Acceptance Committee)।
সমস্যা হলো, এই কমিটি কাজ (Works)–এর গুণগত মান পরীক্ষা, স্পেসিফিকেশন অনুযায়ী চূড়ান্ত কার্য সমাপ্তি হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারবে কি না ? অর্থাৎ, প্রশ্ন হলো, Technical Examination and Acceptance Committee কি Works–এর ক্ষেত্রেও গঠন করা যাবে ?
[বিস্তারিত জানতে লগইন করুন]