যখন Tender LIVE এ থাকে
দরপত্র দলিল ক্রয়কারী কর্তৃক প্রকাশ করার পর হতে দরপত্র দাখিলের সর্বশেষ (closing) সময় পর্যন্ত ই-জিপিতে দরপত্রের status হলো LIVE। Live status থাকা পর্যন্ত দরপত্র দলিল কেনা, জমা দেয়া, pre-tender meeting এ অংশগ্রহন, amendment/corrigendum, দরপত্র withdraw ইত্যাদি কাজে অংশ নেয়া যায়।
এই সময়টা দরপত্রদাতার জন্য অত্যন্ত গূরূত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দরপত্রদাতাকে সর্বোচ্চ সতর্কতার সাথে তার দরপত্র দলিল প্রস্তুত করতে হয়, ক্রয়কারীর জন্য আকর্ষণীয় মূল্য ধার্য করতে হয়, এই প্রতিযোগিতার মাঝে তাকে আইনগত ও আর্থিক সামর্থ্য দিয়ে প্রমাণ করতে হয় যে সেই সবচেয়ে যোগ্য।
ক্রয়কারীকে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হবার পর হতে দরপত্র জমার শেষ মূহূর্ত পর্যন্ত খুব সতর্ক ভাবে সবকিছু পর্যবেক্ষণ করতে হয়। আগ্রহী দরপত্রদাতাদের প্রতিক্রিয়া, দরপত্র দলিলের ভূল-ত্রুটি সংশোধন, ইত্যাদি বিভিন্ন বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে হয়। ক্রয়কারীর সামান্য অবহেলা বা অমনোযোগিতার কারনে দরপত্র প্রতিযোগিতায় ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।
বিস্তারিত দেখতে ক্লিক করুণ।