ই-জিপি তে উন্মুক্ত দরপত্র দাখিল

যখন Tender LIVE এ থাকে
দরপত্র দলিল ক্রয়কারী কর্তৃক প্রকাশ করার পর হতে দরপত্র দাখিলের সর্বশেষ (closing) সময় পর্যন্ত ই-জিপিতে দরপত্রের status হলো LIVE। Live status থাকা পর্যন্ত দরপত্র দলিল কেনা, জমা দেয়া, pre-tender meeting এ অংশগ্রহন, amendment/corrigendum, দরপত্র withdraw ইত্যাদি কাজে অংশ নেয়া যায়।
এই সময়টা দরপত্রদাতার জন্য অত্যন্ত গূরূত্বপূর্ণ। এই সময়ের মধ্যে দরপত্রদাতাকে সর্বোচ্চ সতর্কতার সাথে তার দরপত্র দলিল প্রস্তুত করতে হয়, ক্রয়কারীর জন্য আকর্ষণীয় মূল্য ধার্য করতে হয়, এই প্রতিযোগিতার মাঝে তাকে আইনগত ও আর্থিক সামর্থ্য দিয়ে প্রমাণ করতে হয় যে সেই সবচেয়ে যোগ্য।
ক্রয়কারীকে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ হবার পর হতে দরপত্র জমার শেষ মূহূর্ত পর্যন্ত খুব সতর্ক ভাবে সবকিছু পর্যবেক্ষণ করতে হয়। আগ্রহী দরপত্রদাতাদের প্রতিক্রিয়া, দরপত্র দলিলের ভূল-ত্রুটি সংশোধন, ইত্যাদি বিভিন্ন বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে হয়। ক্রয়কারীর সামান্য অবহেলা বা অমনোযোগিতার কারনে দরপত্র প্রতিযোগিতায় ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে।
বিস্তারিত দেখতে ক্লিক করুণ।

এই লেখকের অন্যান্য লেখা

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন

দরপত্র দলিলের মূল্য কত হবে ? কিভাবে নির্ধারণ করবেন ?
ক্রয়কারী কর্তৃক দরপত্রদাতার নিকট সরবরাহের জন্য প্রস্তুতকৃত দলিল হচ্ছে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender document) বা টেন্ডার সিডিউল। বিজ্ঞাপন

Agency theory and its relevance in procurement
Agency theory, also known as principal-agent theory, is a theory that explains the relationship between a principal and an agent.