সরকারি ক্রয় প্রক্রিয়ার উল্লেখযোগ্য কয়েকটি ধাপ হলোঃ দরপত্র আহ্বান, ঠিকাদার কর্তৃক দরপত্র জমা, দরপত্র উন্মুক্তকরণ, দরপত্র মূল্যায়ন, চুক্তি স্বাক্ষর, ইত্যাদি। দরপত্র জমা দেয়ার সময় শেষ হবার পূর্বে ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলে তার জমা দেয়া দরপত্রটি ফেরত নিতে পারে বা সংশোধিত দরপত্র জমা দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কোন প্রতিষ্ঠান যদি দরপত্র জমা দেয়ার সময় শেষ হবার পর তা ফেরত নেয়ার জন্য আবেদন করে তখন কি হবে ? অথবা কোন ঠিকাদার যদি তাকে দরপত্র মূল্যায়ন থেকে বাদ দেবার জন্য আবেদন করে যদিও সে রেসপনসিভ (responsive) বা নন-রেসপনসিভ (non-responsive) ঠিকাদার, সেক্ষেত্রে করণীয় কি ?
বিস্তারিত জানতে লগইন করুনঃ
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।