প্রতিবছর ট্রেড লাইসেন্স বা ব্যবসার সনদ নবায়ন করতে গিয়ে অনেক অসুবিধায় পড়েন ব্যবসায়ীরা। তাই একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রাজধানী ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সোমবার সন্ধ্যায় আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে টিপু মুনশি জানান, ব্যবসা সহজ করার উদ্দেশ্যে সম্প্রতি আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) নবায়নের মেয়াদ বাড়িয়ে পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে। সে সময় ট্রেড লাইসেন্সের মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা হয়েছিল। একবারে পাঁচ বছরের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে। দ্রুতই এটা বাস্তবায়ন করা হতে পারে।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রধান সমস্যা এখন ট্রেড লাইসেন্স। নিবন্ধন করার ক্ষেত্রে জটিলতা ছাড়াও প্রতিবছর এটি নবায়ন করতে হয়। এসব জটিলতার কারণে ট্রেড লাইসেন্স করতে উদ্যোক্তারা উৎসাহী হচ্ছেন না। ফলে বিভিন্ন সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাই এই প্রক্রিয়া সহজ করা দরকার।