যারা আমদানি রপ্তানি ব্যবসার সাথে জড়িত তারা সি এন্ড এফ (C&F) শব্দটির সাথে পরিচিত।
পণ্য আমদানি করতে বিভিন্ন মাধ্যমের সহযোগিতা নিতে হয়। যেমন এয়ারলাইন বা শিপিং লাইনের সহযোগিতা, বন্দর কর্তৃপক্ষের সহযোগিতা, বার্থ অপারেটরের সহযোগিতা, কাষ্টমসের সহযোগিতা, ইত্যাদি। যেকোনো পণ্য কোন দেশ থেকে বৈধ ভাবে আমদানি করা হলে তখন সেই পণ্যের কাস্টমস ক্লিয়ার করতে হবে। তখন সি এন্ড এফ এজেন্টের সহযোগিতা প্রয়োজন হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে লগইন করুনঃ