নির্মাণকাজ যেন এক মরণ ফাঁদ !!! খোদ সরকারি চুক্তির মাধ্যমে বাস্তবায়িত নির্মান কাজ গুলোতেই প্রতিনিয়ত অনেক দূর্ঘটনা ঘটছে।
গত শনিবার (০৩.০৬.২০০৩ ইং) সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনের ১২ তলা থেকে স্টিলের পাইপ পড়ে এক সেনাসদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই নগর ভবনের নির্মাণ কাজ চলছিল বলে জানা গেছে। নির্মাণ কাজ চলাকালেই এ দুর্ঘটনা ঘটেছে।
এখানে চুক্তি অনুযায়ি কাজ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ তদারকির দায়িত্বে আছে সিটি করপোরেশন। নিহত হয়েছেন বাইরের একজন যার সাথে চুক্তি সম্পর্কিত কিছু নেই এবং তিনি দূর্ঘটনার শিকারও হয়েছেন নির্মানস্থলের বাইরের একটি স্থানে। এখন এর দায় আসলে কার ?
পুরো বিষয়টা বোঝার আগে পুরো ঘটনা প্রবাহটা জানা জরুরী।
বিস্তারিত জানতে লগইন করুনঃ