অতি সম্প্রতি, সিপিটিইউ থেকে নতুন ভাবে রিভিউ প্যানেল পূনর্গঠন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৩০ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর তফসিল-২ অনুযায়ী সিপিটিইউ রিভিউ প্যানেল গঠন করে এই তালিকা প্রস্তুত প্রকাশ করেছে।
নতুন প্রকাশিত রিভিউ প্যানেলের সংখ্যা ৫ টি। আগের তালিকাতে মোট ৩ টি রিভিউ প্যানেল ছিল। বর্তমান সময়ে রিভিউ প্যানেলে আগত অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ায় এই তালিকা বৃদ্ধি করে হয়েছে বলে জানা গেছে।
৫ টি রিভিউ প্যানেলের মধ্যে ৪টির সভাপতি সচিব (অবসরপ্রাপ্ত) পর্যায়ের এবং ১টির সভাপতি অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) পর্যায়ের কর্মকর্তা। এই নিয়োগের মেয়াদ ৩ বছর।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী এই রিভিউ প্যানেল এর সংখ্যা হবে ৩ থেকে ৫। এই প্যানেলে আইন বিষয়ক বিশেষজ্ঞ, ক্রয়কার্যে কারিগরী জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ এবং চুক্তি ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয় থাকতে হবে।
টেন্ডার (দরপত্র) আহবানের পর ঠিকাদার হিসেবে আপনার বিভিন্ন কারণে ঐ টেন্ডারের বিষয়ে অভিযোগ থাকতে পারে। এজন্য অভিযোগটি প্রথমে সংশ্লিষ্ট ক্রয়কারীর প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট দায়ের করতে হবে। উক্ত কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমার মধ্যে তা নিষ্পত্তি করবে ৷ কিন্তু অভিযোগকারি যদি প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তে সন্তুষ্ট না হন বা উক্ত কর্তৃপক্ষ যথাসময়ে সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হয়, তা হলে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ প্যানেলের নিকট আপীল করতে পারবেন ৷