রিভিউ প্যানেল (Review Panel) এর সংখ্যা বৃদ্ধি
অতি সম্প্রতি, সিপিটিইউ থেকে নতুন ভাবে রিভিউ প্যানেল পূনর্গঠন করে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এর ধারা ৩০ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর তফসিল-২ অনুযায়ী সিপিটিইউ রিভিউ প্যানেল গঠন করে এই তালিকা প্রস্তুত প্রকাশ করেছে।
নতুন প্রকাশিত রিভিউ প্যানেলের সংখ্যা ৫ টি। আগের তালিকাতে মোট ৩ টি রিভিউ প্যানেল ছিল। বর্তমান সময়ে রিভিউ প্যানেলে আগত অভিযোগের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাওয়ায় এই তালিকা বৃদ্ধি করে হয়েছে বলে জানা গেছে।
৫ টি রিভিউ প্যানেলের মধ্যে ৪টির সভাপতি সচিব (অবসরপ্রাপ্ত) পর্যায়ের এবং ১টির সভাপতি অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) পর্যায়ের কর্মকর্তা। এই নিয়োগের মেয়াদ ৩ বছর।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী এই রিভিউ প্যানেল এর সংখ্যা হবে ৩ থেকে ৫। এই প্যানেলে আইন বিষয়ক বিশেষজ্ঞ, ক্রয়কার্যে কারিগরী জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞ এবং চুক্তি ব্যবস্থাপনায় অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয় থাকতে হবে।
টেন্ডার (দরপত্র) আহবানের পর ঠিকাদার হিসেবে আপনার বিভিন্ন কারণে ঐ টেন্ডারের বিষয়ে অভিযোগ থাকতে পারে। এজন্য অভিযোগটি প্রথমে সংশ্লিষ্ট ক্রয়কারীর প্রশাসনিক কর্তৃপক্ষের নিকট দায়ের করতে হবে। উক্ত কর্তৃপক্ষ নির্ধারিত সময়সীমার মধ্যে তা নিষ্পত্তি করবে ৷ কিন্তু অভিযোগকারি যদি প্রশাসনিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তে সন্তুষ্ট না হন বা উক্ত কর্তৃপক্ষ যথাসময়ে সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হয়, তা হলে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিউ প্যানেলের নিকট আপীল করতে পারবেন ৷
এই লেখকের অন্যান্য লেখা
ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
স্বাধীনতা কি লাগামহীন ? স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা বোঝায়। আমাদের দৈনন্দিন কাজেকর্মে, প্রক্রিয়ায়, চিন্তা চেতনায় এবং মত
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের