FIDIC এর উপর দুই দিন ব্যাপি প্রশিক্ষন শুরু হচ্ছে

ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ESCB) কর্তৃক দুই দিন ব্যাপি “FIDIC Training on Construction and Design-build (WB, ADB & JICA editions) and EPCT Contract” বিষয়ক প্রশিক্ষন আয়োজন করা হয়েছে।
এই বিশেষ দু’দিনের প্রশিক্ষণ প্রোগ্রামটি বর্তমানে ব্যবহৃত FIDIC Contracts (WB, ADB, JICA editions) গুলোর উপর বাস্তব ব্যবহারিক ধারনা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট আইন-বিধি, কেস স্টাডি সহ সক্রিয় আলোচনা ও অংশগ্রহনের মাধ্যমে বিভিদ জ্ঞান অর্জনের সুযোগ আছে।
FIDIC Contracts এর উপর অত্যন্ত দক্ষ এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দ্বারা এই প্রশিক্ষন কার্যক্রম পরিচালিত হবে।
FIDIC ফ্রেঞ্চ শব্দ থেকে Fédération Internationale Des Ingénieurs-Conseils যার অর্থ “the international federation of consulting engineers”। এই FIDIC Contracts এর দলিলগুলো ক্রয় ব্যবস্তাপনার সাথে জড়িত পেশাজীবীদের কাছে অত্যন্ত মহামূল্যবান বলে বিবেচিত।
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ESCB) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (IEB) এর একটি কর্পোরেট সংস্থা। ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ESCB) প্রায়শঃই তাদের মুন্সীগঞ্জ ও রমনার ক্যাম্পাসে প্রকিউরমেন্ট সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষন কোর্সের আয়োজন করে থাকে।
কোর্সের মেয়াদকাল: 30-31 August 2019 (Friday & Saturday); Time: 9.00 am – 4.30 pm.
স্থান: ESCB City Campus (IEB Headquarters, Ramna, Dhaka);
বিস্তারিতঃ ক্লিক করুন
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।

এই লেখকের অন্যান্য লেখা

Strategies for Saying “No” as a Project Manager
Project managers frequently find themselves juggling competing priorities, tight deadlines, and stakeholder demands. While accommodating requests is important for maintaining

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়