PPR-2025 অনুসরণে উপজেলা পরিষদ ও পৌরসভায় দরপত্র মূল্যায়ন কমিটি
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫) জারী হয়েছে।
সংশোধিত আইন ও নতুন বিধিমালায় অনেকগুলো সংশোধনী আনা হয়েছে। কমিটির সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিস্তারিত দেখুনঃ পিপিআর ২০২৫ এ মোট কতগুলো কমিটি আছে এবং সেগুলো কি কি।
এখন প্রশ্ন হলো, সর্বশেষ জারীকৃত PPR-2025 অনুসারে উপজেলা পরিষদের দরপত্র কমিটিতে কি কি পরিবর্তন এসেছে ?
উপজেলা পরিষদ ও পৌরসভার দরপত্র কমিটি
বর্তমান পিপিআর ২০২৫ এর বিধি ১১(১) তে কমিটি বিষয়ে নির্দেশনা দেয়া আছে। তফসিল-২ এ কমিটির গঠন নিয়ে বিস্তারিত আছে।
বিস্তারিত দেখুনঃ তফসিল-২ঃ PPR-2025 অনুসারে দরপত্র কমিটি
উপজেলা পরিষদের দরপত্র কমিটিঃ
- অনুমোদনকারী কর্তৃপক্ষ HOPE (উপজেলা চেয়ারম্যান/মেয়র বা সরকার কর্তৃক নির্দেশিত কর্তৃপক্ষ) পর্যন্ত হলে মূল্যায়ন কমিটির সদস্য ৩ জন (১ জন একই বা ভিন্ন মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার অন্য ক্রয়কারী হবে);
- অনুমোদনকারী HOPE এর উর্ধ্বে (মন্ত্রণালয়) হলে কমিটির সদস্য ৫-৭ জন যার ২ জন ভিন্ন মন্ত্রণালয়ের;
- কমিটিতে PPR Training প্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে।
তবে, ই-জিপি’র ক্ষেত্রে দরপত্র উন্মুক্তকরণ কমিটি প্রয়োজন হবে না। এ বিষয়ে দেখুনঃ ই-জিপিতে উন্মুক্তকরণ কমিটি ছাড়া দরপত্র মূল্যায়ন
সুতরাং, পিপিআর ২০২৫ এবং ই-জিপি গাইড-লাইন অনুযায়ি ইতিপূর্বেকার উপজেলা পরিষদ ও পৌরসভা গুলোর দরপত্র মূল্যায়ন কমিটিগুলো সংশোধনের প্রয়োজন হতে পারে।
আরও দেখুনঃ পিপিআর ২০২৫ জারীর ফলে অফলাইনে করতে চাইলে কি করতে হবে ?
এই লেখকের অন্যান্য লেখা

কখন ‘চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি’ গঠনের প্রয়োজন নেই
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট

‘চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি’ কি ? গঠন প্রণালী ও কাজ কি ?
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট

চলমান কোন চুক্তি গুলোতে পিপিআর-২০২৫ প্রয়োগ হবে আর কোনগুলোতে হবে না ?
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুনঃ PPR-2025 সংক্রান্ত আলোচনা নতুন

বিধি ১৫৪ (পিপিআর-২০২৫) প্রয়োগ নিয়ে BPPA’র পরিপত্র জারী
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুনঃ PPR-2025 সংক্রান্ত আলোচনা নতুন