বার্ষিক ক্রয় পরিকল্পনা (Annual Procurement Plan বা APP) কি ?
সংশ্লিষ্ট আইন ও বিধি
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬
PPA-০৬ এর ১ নং আইন এ উল্লিখিত সংজ্ঞা অনুযায়ী “ক্রয়” অর্থ কোন চুক্তির অধীন পণ্য সংগ্রহ বা ভাড়া করা বা সংগ্রহ ও ভাড়ার মাধ্যমে পণ্য আহরণ এবং কার্য বা সেবা সম্পাদন।
১১ নং আইন এ ক্রয় পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে ।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮
PPR-০৮ এর বিধি ১৫-১৭ তে ক্রয় পরিকল্পনা, ক্রয় পদ্ধতি এবং ক্রয় পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে।
কে পরিকল্পনা গ্রহন করবেন ?
PPR-০৮ এর বিধি ১৬(১) অনুযায়ী ক্রয় পরিকল্পনা প্রণয়ন সকল ক্রয়কারীর জন্য বাধ্যতামূলক ।
কখন পরিকল্পনা গ্রহন করবেন
PPR-০৮ এর বিধি ১৬(৫) এবং ১৬(৬) অনুযায়ী প্রত্যেক অর্থ বৎসরের শুরুতে ক্রয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
PPR-০৮ এর বিধি ১৬(১০) অনুযায়ী ত্রৈমাসিক ভিত্তিতে তা হালনাগাদ করা যাবে।
কে পরিকল্পনা অনুমোদন করবেন
PPA-০৬ এর আইন নং ১১(৩) এবং PPR-০৮ এর বিধি ১৬(৭) অনুযায়ী বার্ষিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুমোদন করবেন।
বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ এর ক্ষেত্রে-ও বিধি ১৬(৮) অনুযায়ী ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা অনুমোদন করবেন।
ক্রয় পরিকল্পনা প্রকাশ করা
PPR-০৮ এর বিধি ১৬(১১) অনুযায়ী ক্রয় পরিকল্পনা অন-লাইন (on-line) মাধ্যমে বা অন-লাইন এ সম্ভব না হইলে অফ-লাইন (off-line) মাধ্যমে সিপিটিইউ’র ওয়েবসাইটে নিয়মিতভাবে প্রকাশ করিতে হইবে এবং বিধি ১৬(৯) অনুযায়ী অনুমোদিত সামগ্রিক ক্রয় পরিকল্পনা ও হালনাগাদকৃত বার্ষিক ক্রয় পরিকল্পনা ক্রয়কারীর নোটিশ বোর্ডে ও প্রযোজ্য ক্ষেত্রে, ক্রয়কারীর ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা সংস্থার ওয়েবসাইটে, বুলেটিন বা রিপোর্টে প্রকাশের ব্যবস্থা করিবে।