তফসিল-2
কমিটি গঠন, মূল্যসীমা, সম্মানী, ইত্যাদি
বিধি | ... ... ... ... ... ... ... বিষয় ... ... ... ... ... |
৭ | দরপত্র ও প্রস্তাব উন্মুক্তকরণ কমিটি - |
দরপত্র বা প্রস্তাব মূল্যায়ন কমিটি হইতে ১(এক) জন এবং সংশ্লিষ্ট ক্রয়কারী হইতে ২ (দুই) জন সদস্যসহ কমিটি নিম্নরুপভাবে গঠন করা হইবে - (ক) চেয়ারপারসন; (খ) সদস্য; (গ) সদস্য-সচিব। |
|
৮(১) | দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি -- |
কমপক্ষে ৫ (পাঁচ) জন এবং সাধারণত অনধিক ৭ (সাত) জন সদস্য,যাহাদের মধ্যে ক্রয়কারীর নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ বা এজেন্সীর বহির্ভূত কমপক্ষে ২ (দুই) জন সদস্য অন্তর্ভুক্ত থাকিবে; | |
মূল্যায়নে ১ (এক) জন বহিঃসদস্যসহ কমপক্ষে ৫ (পাঁচ) জন সদস্যের উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনে স্বাক্ষর আবশ্যক হইবে। | |
জাতীয় পতাকাবাহী বাহন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা মিশনসমূহের ক্ষেত্রে ক্রয়কারী থেকে কমপক্ষে ৩ (তিন) জন। | |
৮(২) | স্বল্প মূল্যের ক্রয়ের জন্য দরপত্র ও প্রস্তাব মূল্যায়ন কমিটি - |
৩ (তিন) জন সদস্যের উপস্থিতি এবং মূল্যায়ন প্রতিবেদনের উক্ত সদস্যদের স্বাক্ষর আবশ্যক হইবে যাহাদের মধ্যে ১ (এক) জন একই মন্ত্রণালয়, বিভাগ বা সংস্থার অধীনস্থ অপরাপর ক্রয়কারীসমূহের কর্মকর্তাকে মূল্যায়ন কমিটির বহিঃসদস্য হিসেবে অন্তর্ভূক্ত করিতে হইবে; |
|
পণ্য ও সংশ্লিষ্ট সেবার মূল্যসীমা | |
... ... ২৫ (পঁচিশ) লক্ষ টাকা পর্যন্ত উন্মুক্ত ও সীমিত দরপত্র পদ্ধতিতে ক্রয়; ... ... ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত সরাসরি দরপত্র পদ্ধতিতে ক্রয়; ... ... ৫ (পাঁচ) লক্ষ টাকা পর্যন্ত কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতিতে ক্রয়; ... ... (Delete ... ... জাতীয় পতাকাবাহী বাহন ও বৈদেশিক মিশনসমূহের ক্ষেত্রে ২০ (বিশ) লক্ষ টাকা পর্যন্ত কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতিতে ক্রয়;) ... ... বাংলাদেশের বাহিরে জাতীয় পতাকাবাহী বাহনের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়। |
|
কার্য ও ভৌত সেবার মূল্যসীমা | |
৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত উন্মুক্ত ও সীমিত দরপত্র পদ্ধতিতে ক্রয়; ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত সরাসরি দরপত্র পদ্ধতিতে ক্রয়; ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতিতে ক্রয়; |
|
সেবাসমূহের মূল্যসীমা | |
... ... ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা পর্যন্ত সর্বনিম্ন ব্যায়ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়; ... ... ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত একক উৎস ভিত্তিক নির্বাচন পদ্ধতিতে বুদ্ধিবৃত্তিক ও পেশাগত ক্রয়; [delete ... ২ (দুই) লক্ষ টাকা পর্যন্ত কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন নির্বাচন পদ্ধতিতে জরূরী ও অদৃষ্টপূর্ব সেবা ক্রয়;] |
|
৮(৮) | মূল্যায়ন কমিটির সভার বৈধতার জন্য অনূন্য ৩ (তিন) জন্য সদস্যের উপস্থিতি আবশ্যক হইবে। |
৮(১৪) | কারিগরী সাব-কমিটির সদস্য সংখ্যা - অনধিক ৩(তিন) জন। |
৮(১৫) | মূল্যায়ন কমিটির সদস্য-প্রতি ফি বা সম্মানী - |
১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রেঃ প্রতি সভার জন্য সদস্য প্রতি সর্বাধিক ৩০০০ (তিন হাজার) টাকা, সর্বোচ্চ ৩ (তিন) টি সভার জন্য ৯০০০ (নয় হাজার); ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে - প্রতি সভার জন্য সদস্য-প্রতি ২০০০ (দুই হাজার) টাকা হারে, সর্বোচ্চ ৩ (তিন) সভার জন্য ৬০০০ (ছয় হাজার) টাকা; ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে - প্রতি সভার জন্য সদস্য-প্রতি ১০০০ (এক হাজার) টাকা হারে, সর্বোচ্চ ৩ (তিন) টি সভার জন্য ৩০০০ (তিন হাজার) টাকা ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রেঃ প্রতি সভার জন্য সদস্য-প্রতি ৬০০ (ছয়শত) টাকা হারে, সর্বোচ্চ ৩ (তিন) টি সভার জন্য ১৮০০ (এক হাজার আটশত) টাকা |
|
কারিগরী সাব-কমিটির সদস্য প্রতি ফি বা সম্মানী | |
১০ (দশ) কোটি টাকার ঊর্ধ্বের ক্রয়ের ক্ষেত্রেঃ প্রতি সভার জন্য সদস্য-প্রতি ৩০০০ (তিন হাজার) টাকা হারে, সর্বোচ্চ ২ (দুই) টি সভার জন্য ৬০০০ (ছয় হাজার ) টাকা ১ (এক) কোটি টাকার ঊর্ধ্ব হইতে ১০ (দশ) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে - প্রতি সভার জন্য সদস্য-প্রতি ২০০০ (দুই হাজার) টাকা হারে, সর্বোচ্চ ২ (দুই) টি সভার জন্য ৪০০০ (চার হাজার) টাকা; ১০ (দশ) লক্ষ টাকার ঊর্ধ্ব হইতে ১ (এক) কোটি টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রে - প্রতি সভার জন্য সদস্য-প্রতি ১০০০ (এক হাজার) টাকা হারে, সর্বোচ্চ দুইটি সভার জন্য ২০০০ (দুই হাজার) টাকা ১০ (দশ) লক্ষ টাকা পর্যন্ত ক্রয়ের ক্ষেত্রেঃ প্রতি সভার জন্য সদস্য-প্রতি ৬০০ (ছয়শত) টাকা হারে, সর্বোচ্চ ২ (দুই) টি সভার জন্য ১২০০ (এক হাজার দুইশত) টাকা। |
|
৫২(৩) (খ) | তালিকাভুক্তিকরণ কমিটি (Enlistment Committee) গঠনঃ |
কমপক্ষে ৩ (তিন) জন সদস্য, যাহাদের মধ্যে- - ১ (এক) জন ক্রয়কারী বহির্ভূত সদস্য - ১ (এক) জন ক্রয়কারী সদস্য - ১ (এক) জন ক্রয়কারীর কারিগরি সদস্য |
|