শুরুর কথা
‘প্রকিউরমেন্ট বিডি.কম’ সরকারী/বেসরকারি ক্রয় প্রক্রিয়ার আগ্রহী সকল ব্যবহারকারীদের সহায়তা করার জন্য একটি online প্লাটফর্ম। এই ওয়েব সাইটের প্রত্যয় ও প্রয়াস হলো –
– সরকারী/বেসরকারি ক্রয় কার্যক্রমে পেশাদারীত্ব বৃদ্ধিতে সহায়তা করা
– সরকারী/বেসরকারি ক্রয় বিষয়ক তথ্য যথাসম্ভব বাংলায় অন্তর্ভূক্ত করার মাধ্যমে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করা
– সরকারী/বেসরকারি ক্রয় কার্যক্রমের জনপ্রিয়তা বৃদ্ধি করা ও সহজভাবে উপস্থাপন করা
– ক্রয় সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী যথাসম্ভব একটা প্লাটফর্ম এর আওতায় নিয়ে আসা
অক্ষমতা: অনেক ক্ষেত্রেই ইংরেজী শব্দের বিশুদ্ধ ও যথার্থ বাংলা অনুবাদ খুঁজে না পাওয়ায় এবং অন্যান্য ক্ষেত্রে শব্দের মর্মার্থ বা তাৎপর্য বজায় রাখার জন্য ইচ্ছা থাকার পরও ইংরেজী শব্দ ব্যবহার করা হয়েছে। এছাড়াও অজান্তে গূরুচন্ডালী দোষযুক্ত বাক্য থাকতে পারে। আশা করি সকলে বিষয়টিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে কোনরূপ ত্রুটি দৃষ্টিগোচর হলে অথবা যেকোন নিরপেক্ষ পরামর্শ প্রদান করা হলে যথাসম্ভব দ্রূততার সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।
বিভিন্ন পাতায় বিষয় (Contents) যোগ করা একটি চলমান প্রক্রিয়া। বাংলা বিষয় ওয়েবসাইটে যোগ করা একটু সময়সাপেক্ষ। সময়ের সাথে সাথে চাহিদা অনুযায়ি এবং গূরুত্বপূর্ণ বিষয়গুলো এতে অন্তর্ভূক্ত হবে যা এই ওয়েবসাইটির প্রতীষ্ঠাকলীন প্রত্যয় ও প্রয়াসের সঙ্গে সঙ্গতিপূর্ণ।