এই অভিযোগ নিয়ে আর অভিযোগের শেষ নাই। কি যে একটা অবস্থা !!!
দরপত্র (টেন্ডার) আহবানের পর ঠিকাদার হিসেবে আপনার বিভিন্ন কারণে ঐ টেন্ডারের বিষয়ে অভিযোগ থাকতে পারে। কি সেই কারণগুলো যা আইন-বিধি অনুযায়ি গ্রহনযোগ্য ? আর কার কাছেই বা এই অভিযোগগুলো জমা দিবেন ? অভিযোগ সত্য হবার পরও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধুমাত্র সঠিক পদ্ধতি না জানার কারনে অভিযোগ করেও কাংখিত ফল পাওয়া যায় না। সময়, শ্রম, অর্থ সবই নষ্ট হয়। আর নয় অপচয়। এ নিয়ে শুরু হলো ধারাবাহিক আলোচনা। জেনে নিই ঠিকঠাক আজকেই।
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।