ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ESCB) কর্তৃক দুই দিন ব্যাপি “FIDIC Training on Construction and Design-build (WB, ADB & JICA editions) and EPCT Contract” বিষয়ক প্রশিক্ষন আয়োজন করা হয়েছে।
এই বিশেষ দু’দিনের প্রশিক্ষণ প্রোগ্রামটি বর্তমানে ব্যবহৃত FIDIC Contracts (WB, ADB, JICA editions) গুলোর উপর বাস্তব ব্যবহারিক ধারনা দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট আইন-বিধি, কেস স্টাডি সহ সক্রিয় আলোচনা ও অংশগ্রহনের মাধ্যমে বিভিদ জ্ঞান অর্জনের সুযোগ আছে।
FIDIC Contracts এর উপর অত্যন্ত দক্ষ এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক দ্বারা এই প্রশিক্ষন কার্যক্রম পরিচালিত হবে।
FIDIC ফ্রেঞ্চ শব্দ থেকে Fédération Internationale Des Ingénieurs-Conseils যার অর্থ “the international federation of consulting engineers”। এই FIDIC Contracts এর দলিলগুলো ক্রয় ব্যবস্তাপনার সাথে জড়িত পেশাজীবীদের কাছে অত্যন্ত মহামূল্যবান বলে বিবেচিত।
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ESCB) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (IEB) এর একটি কর্পোরেট সংস্থা। ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ, বাংলাদেশ (ESCB) প্রায়শঃই তাদের মুন্সীগঞ্জ ও রমনার ক্যাম্পাসে প্রকিউরমেন্ট সম্পর্কিত বিভিন্ন প্রশিক্ষন কোর্সের আয়োজন করে থাকে।
কোর্সের মেয়াদকাল: 30-31 August 2019 (Friday & Saturday); Time: 9.00 am – 4.30 pm.
স্থান: ESCB City Campus (IEB Headquarters, Ramna, Dhaka);
বিস্তারিতঃ ক্লিক করুন
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।