চুক্তি সম্পাদনের পর হতে উক্ত চুক্তি সফলভাবে সম্পন্ন বা বাতিল পর্যন্ত সময়ে প্রশাসনিক, আর্থিক, ব্যবস্থাপনাগত ও কারিগরী কারনে চুক্তির ভেরিয়েশন করার প্রয়োজন হতে পারে। Works Contract (কার্য চুক্তি) এর বেলায় এটা খুবই স্বাভাবিক ঘটনা।
এখন, Works Contract (কার্য চুক্তি) এ ভেরিয়েশন করার ক্ষেত্রে কি কি বিষয় আছে তা আজকে দেখব।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।