বিভিন্ন দেশের সাথে জি-টু-জি (সরকার-টু-সরকার) ভিত্তিতে প্রকল্প নেয়ার বিধান রেখে ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইন, ২০১৯’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ সরকারের সঙ্গে বিভিন্ন দেশের সরকারি পর্যায়ে (জি টু জি) প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়টি সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (সংশোধন) আইনের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এ ছাড়াও চুক্তিতে নিয়োগপ্রাপ্তদের জন্য আলাদা বিধান যুক্ত করারও প্রস্তাব করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ের ৬ নম্বর ভবনে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
পিপিপি আইন-২০১৫ তে জি টু জি প্রকল্পের কোনো বিধান ছিল না। কিন্তু পিপিপি আইন প্রবর্তিত হওয়ার পর সরকার বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে পিপিপি প্রকল্প (জি টু জি-পিপিপি) বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। ইতিমধ্যে ‘পলিসি ফর ইমপ্লিমেন্টিং পিপিপি প্রজেক্টস থ্রু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পার্টনারশিপ-২০১৭’ এর আওতায় জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং দুবাইয়ের সঙ্গে সমঝোতা বা সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অন্যান্য দেশও এই প্রক্রিয়ায় প্রকল্প গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। এই পরিপ্রেক্ষিতে জি টু জি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাবিত আইনে এ সংক্রান্ত উপধারা সংযোজন করা হয়েছে।
জনগণের জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা এবং অবকাঠামো গড়ে তুলতে দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার মধ্য দিয়ে বেসরকারি খাতের সাথে অংশীদারিত্ব সৃষ্টির লক্ষ্যে ‘বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব আইন, ২০১৫’ তথা ‘পিপিপি আইন’ প্রণয়ন করা হয়েছে। পিপিপি আইনের বাস্তবায়নপর্যায়ে অভিজ্ঞতার আলোকে আইনে কিছু সংশোধন আবশ্যক হওয়ায় এটি সংশোধন করা হচ্ছে। ইতোমধ্যে ‘পলিসি ফর ইমপ্লিমেন্টিং পিপিপি প্রজেক্টস থ্রু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট (জি-টু-জি) পার্টনারশিপ, ২০১৭-এর আওতায় জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও দুবাইয়ের সাথে সমঝোতা বা সহযোগিতাস্মারক স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, অন্যান্য দেশও এই প্রক্রিয়ায় প্রকল্প গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। এই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের জি-টু-জি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিষয় অন্তর্ভুক্ত করতে বিদ্যমান আইনে তিনটি উপধারা সংযোজন করা হয়েছে।
সংশোধিত আইন অনুযায়ী পিপিপি পরিচালনা পর্ষদের প্রথম সভায় কর্তৃপক্ষের নির্বাহী বোর্ড গঠন করতে হবে। এই নির্বাহী বোর্ডের গঠন, দায়িত্ব ও সভা অনুষ্ঠানসংক্রান্ত বিষয়গুলোও সংশোধিত আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।