সরকারি ক্রয় কার্যক্রমে দরপত্র জামানত বা Tender Security একটি বহুল ব্যবহৃত শব্দ। এটি ক্রয় কার্যক্রমে ক্রয়কারিকে এক প্রকার সুরক্ষা দেয় যেন সুযোগ্য দরদাতা চুক্তি স্বাক্ষর করতে বাধ্য থাকে। দরপত্রে অংশগ্রহনকারি দরপত্রদাতাদের ক্রয়কারি কর্তৃক নির্ধারিত দরপত্র জামানত টেন্ডার জমা দেয়ার সময় টেন্ডারের সাথেই দিতে হয়। দরপত্র জামানত হিসেবে ব্যাংক গ্যারান্টি, বন্ড, পে অর্ডার, ব্যাংক ড্রাফট ইত্যাদি জমা দেয়া যায়। কোন নির্দিষ্ট দরপত্রদাতা ক্রয় আইন-বিধি অনুযায়ি প্রয়োজনীয় শর্ত না মানলে এই দরপত্র জামানত বাজেয়াপ্ত করা হতে পারে।
আজকের বিষয় ই-জিপিতে দরপত্র জামানত (Tender Security) কিভাবে বাজেয়াপ্ত করবেন ?
বিস্তারিত জানার জন্য সাবস্ক্রাইব করুনঃ
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।