কাজ সময়মতো শেষ না হওয়া খুবই স্বাভাবিক বিষয় হয়ে গেছে বলা যায়। এই করোনার সময়ে প্রায় বেশিরভাগ চুক্তির-ই সময় বৃদ্ধি করার প্রয়োজন হচ্ছে। চুক্তির মেয়াদ বৃদ্ধি পেলে পারফরমেন্স সিকিউরিটি (Performance Security) এর মেয়াদও বৃদ্ধি করতে হয়। ই-জিপির মাধ্যমে আহবানকৃত দরপত্রের বেলায় এই কাজটি ই-জিপিতেই করা যায়। কিন্তু প্রায়শঃই ক্রয়কারি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো থেকে ই-জিপিতে পারফরমেন্স সিকিউরিটি মেয়াদ বৃদ্ধি নিয়ে সমস্যায় পড়তে দেখা যায়। এক্ষেত্রে সবচেয়ে কমন যে সমস্যাটা হয় তা আমরা দেখব এখন। একটু সতর্ক হলেই অত্যন্ত নির্ঝঞ্জাট ভাবে ই-জিপিতেই পারফরমেন্স সিকিউরিটির মেয়াদ বৃদ্ধি করা সম্ভব।
বিস্তারিত জানতে লগইন করতে হবে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।