e-GP তে ১ দিনের রেকর্ড

অনলাইনে সরকারি কেনাকাটা ও দরপত্রের জন্য চালু ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই জিপি) ব্যবস্থায় একদিনে ২ হাজার ২৩০টি দরপত্র ও ক্রয় প্রস্তাব খোলা হয়েছে, যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।
গত ৩রা মার্চ ২০২৩ ইং তারিখে এ রেকর্ড হওয়ার তথ্য জানিয়েছে সিপিটিইউ। এর আগে এক দিনে ১ হাজার ৫০৮টি দরপত্র খোলা হয়েছিল।
সরকারের ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার মাধ্যমে অনিয়ম ও দখলদারিত্ব কমাতে সরকার ২০১১ সালে সিপিটিইউ এর মাধ্যমে ক্রয় কার্যক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর উদ্যোগ নেয়।
পরের বছর থেকে ই জিপির মাধ্যমে ক্রয় প্রক্রিয়ার দরপ্রস্তাব আহ্বান ও দরপত্র জমা দেওয়ার ব্যব্স্থা চালু করা হয়। ইতোমধ্যে সব মন্ত্রণালয়ের ক্রয় কার্যক্রমের দরপত্র স্বয়ংক্রিয় পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে।
সিপিটিইউ জানিয়েছে, বুধবার পর্যন্ত মোট এক লাখ ৫ হাজার ৫৬৯টি দরপত্র এবং ১১ হাজার ১৭৪টি ক্রয়কারী সরকারি কার্যালয় ই জিপি ব্যবস্থায় যুক্ত হয়েছে।
এ পদ্ধতিতে এখন পর্যন্ত ৭ লাখ ৭ হাজার ১০৪ কোটি টাকা মূল্যের মোট ৬ লাখ ৮৬ হাজার ৭০৩টি দরপত্র আহ্বান করা হয়েছে।
বিশ্ব ব্যাংকের সহায়তায় ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (ডিআইএমএপিপি)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই জিপির মাধ্যমে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। দরপত্র সংশ্লিষ্টদের গড়ে প্রায় ৪৯৭ কিলোমিটার ভ্রমণ করতে হচ্ছে না। একই সঙ্গে দরপত্র প্রক্রিয়া শেষ হওয়ার সময় ১০০ থেকে কমে ৫৭ দিনে নেমেছে।

এই লেখকের অন্যান্য লেখা

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন