ই-জিপি কি
ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) বিভিন্ন সরকারী ক্রয়কারী সংস্থা এবং ক্রয়কারী – সমূহের ক্রয়কার্য সম্পাদনের জন্য একটি অনলাইন প্লাটফর্ম বা পোর্টাল (http://eprocure.gov.bd)
ই-জিপি কার্যক্রমের আইনী ভিত্তিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ক্রয় আইন ২০০৬ এর ৬৫ নং ধারা অনুযায়ী ই-জিপি নীতিমালা অনুমোদন করেছে। পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ এর ধারা ৬৭ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি-১২৮ অনুসরণে প্রণীত এবং জারীকৃত ‘ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) নির্দেশমালা’ মেনে সরকারী তহবিলের অর্থ দ্বারা যে কোন পণ্য, কার্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে ই-জিপি পদ্ধতি ব্যবহৃত হবে।
e-GP পোর্টালটি কার জন্য ?
প্রাথমিকভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার পর বিভিন্ন অংশীদার/অংশগ্রহণকারীগণ ই-জিপি পদ্ধতি এবং তথ্যাবলীতে প্রবেশাধিকার পাবেন।
তবে Home page টি রেজিষ্ট্রেশন ছাড়াও সবার ব্যবহারের সূযোগ আছে।
রেজিষ্ট্রেশন সম্পন্ন করার যারা ই-জিপি পদ্ধতি এবং তথ্যাবলীতে প্রবেশাধিকার পাবেনঃ
- দরদাতা/ঠিকাদার/আবেদনকারী/পরামর্শক;
- ক্রয়কারী সংস্থা/ক্রয়কারী প্রতিষ্ঠান;
- আর্থিক সেবা প্রদানকারী (তফসিলি ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী);
- উন্নয়ন সহযোগী;
- ই-জিপি সিস্টেম এড্মিনিস্ট্রেশন (সিপিটিইউ এবং ক্রয়কারী প্রশাসন) এবং নিরীক্ষক;
- পরিচালন ও রক্ষণাবেক্ষণ সহযোগী;
- বিভিন্ন কমিটি (উন্মুক্তকরণ/মূল্যায়ন কমিটি ইত্যাদি);
- অনুমোদনকারী কর্তৃপক্ষ;
- আপডেট ঘোষণা, সংবাদ, ইত্যাদির জন্য গণমাধ্যমসমূহ;