অবশেষে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ায় ই-জিপি ব্যবহারকারীগণের দরপত্র ও চুক্তি সংক্রান্ত সময়সীমা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এর সার্কুলার জারী করা হয়েছে। উল্লেখ্য এ বিষয়ে প্রকিউরমেন্টবিডি তে গত ৩১ শে জুলাই ২০২৪ ইং তারিখে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
বিস্তারিত দেখুনঃ ই-জিপিতে দরপত্রের সময় অটোমেটিক বৃদ্ধি হয়েছে
কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই (বুধবার) রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই (বৃহস্পতিবার) রাত ৯টার থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ ছিল। সেসময় বাংলাদেশ থেকে বিভিন্ন সেবার পাশাপাশি বাংলাদেশ সরকারের জাতীয় ই-গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) পোর্টাল ব্যবহার করা যায়নি কিংবা বিঘ্নিত হয়েছে। এরপর ইন্টারনেট সীমিতভাবে চালু হলেও অনেকই তা ব্যবহার করতে পারেননি। টেন্ডারের সাথে জরিত ক্রয়কারী, ব্যাংক, দরপত্রদাতা, ইত্যাদি বিভিন্ন ব্যবহারকারি (Stakeholder) সহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রম চালাতে সমস্যায় পড়েছিল।
বিস্তারিত দেখুনঃ ইন্টারনেট বন্ধ থাকায় ই-জিপি সেবা বিঘ্নিত
তবে এই পরিবর্তনের বিষয়ে বিপিপিএ (BPPA) থেকে ই-জিপি ব্যবহারকারিদের আগাম জানানো হয় নি। সিস্টেমেও কোন মেসেজ পাওয়া যায়নি। ফলে অনেকে ক্রয়কারি ভোগান্তিতে পরেছিল।
একটু দেরীতে হলেও অবশেষে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে ই-জিপি পদ্ধতিতে দরপত্র ও চুক্তি ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করার জন্য আগামী ০৮/০৮/২০২৪ তারিখ পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এ সময়ে মোট ৫ টি কার্যক্রমের জন্য সময়সীমা বৃদ্ধি অটোমেশন করা হয়েছেঃ
(১) দরপত্র দলিল ক্রয়, দরপত্র জামানত প্রদান, দরপত্র দলিল স্পষ্টীকরণের জবাব প্রদান, দরপত্র দাখিল ও দরপত্র উন্মুক্তকরণ,
(২) দরপত্র বৈধতার মেয়াদ বৃদ্ধির প্রস্তাব (২ বার বৃদ্ধি করা না হলে);
(৩) দরপত্রের বৈধতার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে সম্মতি প্রদান, দরপত্র জামানতের মেয়াদ বৃদ্ধি ও দরপত্র বিষয়ে ব্যাক্ষ্যা প্রদান;
(৪) চুক্তি সম্পাদন নোটিশ গ্রহণে সম্মতি প্রদান, কার্ধ-সম্পাদন জামাণত প্রদান, কার্য-সম্পাদন জামানতের মেয়াদ বুদ্ধি ও চুক্তি স্বাক্ষর; এবং
(৫) পেশাগত অসদাচরণের বিষয়ে ব্যাখ্যা প্রদান।
উল্লেখ্য, যে সকল দরপত্রের ক্ষেত্রে গত ১৯/০৭/২০২৪ থেকে ২৭/০৭/২০২৪ পর্যন্ত সময়ে উপরে উল্লিখিত কার্যক্রমসমূহ বিঘ্নিত হয়েছে কেবল সে সকল ক্ষেত্রে সময়সীমা বৃদ্ধি অটোমেশন করা হয়েছে।
সম্পুর্ন সার্কুলারটি দেখুনঃ