বাংলাদেশে সিআইপিএস (CIPS) কার্যক্রম

প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনের বিশ্বের বৃহত্তম ননপ্রফিট সংস্থা হলো Chartered Institute of Procurement & Supply (সিআইপিএস)। বিশ্বের ১৬০ টিরও অধিক দেশের প্রায় ২,০০,০০০ এর অধিক প্রফেশনাল এই সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য।
MCIPS হল একটি পেশাদার পদবী যা বিশ্বব্যাপী প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইন পেশার পেশাদারীত্বের মানকে (professional standard) প্রতিনিধিত্ব করে।
CIPS প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনালদের ডিপ্লোমা, এডভান্সড ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিপ্লোমা লেভেলের পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতাসহ আরও কিছু নির্ণায়ক যাচাইয়ের মাধ্যমে MCIPS (সদস্য) এবং FCIPS (ফেলো) স্ট্যাটাস প্রদান করে থাকে।
আরও দেখুনঃ CIPS (the Chartered Institute of Procurement and Supply) কি ?
প্রফেশনালদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ দক্ষতার উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় প্রভৃতি উদ্দেশ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সিআইপিএসের কান্ট্রি ব্রাঞ্চ/চ্যাপ্টার রয়েছে যা একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশেও সিআইপিএসের একটি কান্ট্রি ব্রাঞ্চ (CIPS-BN) রয়েছে যা স্থানীয় প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনকে এগিয়ে নিতে কাজ করছে।
সিআইপিএস (CIPS) বাংলাদেশ শাখা প্রায়শই বিভিন্ন দক্ষতার উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় প্রোগ্রাম আয়োজন করে থাকে।
আরও দেখুনঃ সিআইপিএস (CIPS) বাংলাদেশ শাখার নতুন কমিটি গঠন
আরও দেখুনঃ CIPS-BN এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্লকচেইনের উপর Professional সেমিনার

এই লেখকের অন্যান্য লেখা

পাল্টা শুল্ক বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের উপর আঘাত
যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত হারে শুল্ক আরোপের

ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন কিভাবে করবেন ?
ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আজকের আলোচনা এটা কিভাবে করবেন ? বিস্তারিত জানতে লগইন করুন You need to

বর্তমানে ই-জিপিতে উন্মুক্তকরণ কমিটি ছাড়া মূল্যায়ন কিভাবে হচ্ছে
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines

আউটসোর্সিং এর নতুন নীতিমালা জারি
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য “আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫” জারি করা হয়েছে। নীতিমালাটি দেখতে