বাংলাদেশের সরকারি ক্রয় মূলতঃ পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ দ্বারা পরিচালিত হয়। এই আইনে সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈষম্যহীনতার কথা উল্লেখ আছে। কিন্তু তারপরও কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হলেও বা আপাতভাবে এই নীতিগুলো লংঘিত হচ্ছে মনে হলেও আইনে তা গ্রহনযোগ্য হিসেবে দায়মুক্তি দেয়া হয়েছে।
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ অনুযায়ি কোন ব্যক্তি এই আইনের অধীন ক্রয়কারীর উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকলে, তিনি উক্ত ক্রয়কারীর বিরুদ্ধে কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করতে পারবেন৷ অর্থাৎ, ক্ষতিগ্রস্ত হলে বা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকলে অভিযোগ করার অধিকার আইনে স্পষ্টতঃই দেয়া আছে। কিন্তু তারপরও, কিছু কিছু ক্ষেত্রে এই অভিযোগ গ্রহনযোগ্য হবে না।
এখন দেখবো, বাংলাদেশের সরকারি ক্রয়ে কোন কোন ক্ষেত্রে কোন অভিযোগ করা যাবে না।
বিস্তারিত জানতে লগইন করুনঃ