সম্পদের সুষম বন্টন জরুরি। যখন সহযোগিতার পরিবর্তে অতিরিক্ত সম্পদ অর্জনের অভিপ্রায়ে মালিকদের মধ্যেই স্বতন্ত্র এবং ভিন্ন কোন কৌশল থাকে, তখনই সম্পদ বন্টন নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়।
নদী তথা মিঠা পানি যে কোন দেশের জন্য একটি গূরুত্বপূর্ণ সম্পদ। তবে এই পানির সুষ্ঠ ব্যবস্থাপনা অনেক জটিল বিশেষ করে তা যদি কোন আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ হয়। আন্তর্জাতিক নদীর পানি বন্টন নিয়ে পরস্পরবিরোধী মতামত এবং আগ্রহ থাকে এবং দিন শেষে পুরো বিষয়ের সাথেই ভূ-রাজনীতি জড়িত।
বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিসম্পদ বণ্টন এমনই একটি জটিল বিষয়। ভারত ও বাংলাদেশের তিস্তা নদীর পানি বন্টন বিষয়ে দুই দেশের মধ্যে এখনও কোন চুক্তি হয়নি। এই সমস্যাটি গত কয়েক দশক ধরে এই দুই দেশের সম্পর্কের একটি গলার কাঁটা স্বরূপ। এই পরিস্থিতি দুই দেশের মধ্যে অশান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করছে।
অভিন্ন নদীর পানির সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের বিভিন্ন রকম সুপারিশ দেখা যায়, যেমনঃ
- “দ্বিপাক্ষিকভাবে অগ্রগতি না হওয়ায় এখন আন্তর্জাতিক তৃতীয় কোন পক্ষের সহযোগিতা নেয়া” – বিবিসি নিউজ বাংলা, ১৭ সেপ্টেম্বর ২০২২
- “তিস্তার মতো অভিন্ন নদীর ব্যাপারে দুই দেশেরই গবেষণা এবং তথ্যের ঘাটতি রয়েছে। একমাত্র গঙ্গা পানিবন্টনে সব তথ্য এবং রেকর্ড থাকায় সেই চুক্তি সম্ভব হয়েছে।” – বীনা সিক্রি, বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার।
- “পানি সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই হতে হবে” – অধ্যাপক আইনুন নিশাত, পানিসম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।
এরকম অনেক ধরনের বিকল্পের মধ্যে এই সমস্যা সমাধানের জন্য গেম থিওরি-ও একটি কার্যকর হাতিয়ার হতে পারে।
এই গেম থিওরি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য দেখুনঃ গেম থিওরি (Game Theory) কি ?
আজকে দেখবো তিস্তার পানি বন্টন সমস্যা সমাধানে গেম থিউরি’র প্রয়োগ নিয়ে একটা কেস ষ্টাডি।
বিস্তারিত জানতে লগইন করুন।