অডিট আপত্তি: “মেরামতে অর্থ ব্যয় হলেও মেশিন চালু হয়নি”
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্য অংশ। প্রায় প্রতি বছরই প্রতিটি সরকারি দপ্তরে এই প্রকিউরমেন্ট অডিট হয়ে থাকে।
সাধারনভাবে, যে বছরের বরাদ্দের উপর অডিট পরিচালিত হবে সেই অর্থ-বছরের বাজেট বরাদ্দের বিপরীতে সম্পাদিত কাজের রেকর্ডপত্র সহ স্থানীয়ভাবে নমুনা সংগ্রহের মাধ্যমে প্রকিউরমেন্ট অডিট বা ক্রয় নিরীক্ষা করা হয়। আর্থিক অনিয়ম চিহ্নিতকরণ এবং অনিয়ম রোধকল্পে প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যালোচনাসহ সরকারি সম্পদ ও অর্থের ক্ষয়-ক্ষতির পরিমান এবং অনিয়মসমূহ সরকারের নজরে আনাই এই নিরীক্ষার মূল উদ্দেশ্য।
আরও দেখুনঃ প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
অডিট পরিচালনা শেষে উক্ত প্রতিষ্ঠান বা দপ্তর সমূহের নিরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম, ক্ষয়-ক্ষতি, ট্রুটি-বিচ্যুতি, ইত্যাদি বিষয় প্রয়োজনীয় সুপারিশ সহ অন্তর্ভূক্ত করা হয়ে থাকে।
আরও দেখুনঃ ডলারে চুক্তিঃ সরকারের জন্য খেসারত না লাভ
আর্থিক ব্যবস্থাপনায় শূংঙখলা প্রতিষ্ঠা এবং ক্রয় কার্যক্রমের গুনগত মান বৃদ্ধিতে এই প্রকিউরমেন্ট অডিট রিপোর্ট ইতিবাচক অবদান রাখতে পারে।
প্রকিউরমেন্ট অডিট রিপোর্ট থেকে প্রকল্প পরিচালক, ক্রয়কারি, দরপত্র মূল্যায়ন কমিটি, ক্রয়কারি কার্যালয় প্রধান, অনুমোদনকারি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সবাই সতর্ক হতে পারেন এবং একই রকম অনিয়ম, ক্ষয়-ক্ষতি, ট্রুটি-বিচ্যুতি, ইত্যাদি পরিহার করতে সচেষ্ট হতে পারেন।
আজকে আমরা “এক্সরে মেশিন মেরামতে অর্থ ব্যয় হলেও তা চালু অবস্থায় পাওয়া যায়নি” এর উপর ১টি প্রকিউরমেন্ট অডিট আপত্তির নমুনা ও করণীয় দেখবো।
বিস্তারিত জানতে লগইন করুন।
আরও অডিট আপত্তির বিভিন্ন নমুনা দেখতে ক্লিক করুন।
এই লেখকের অন্যান্য লেখা

আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০২৬ জারীঃ সরকারি ক্রয় ও ব্যয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন
দীর্ঘ ১১ বছর পর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো পরিবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। ‘আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০১৫’ বাতিল

ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
বর্তমান প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি সব ধরনের দরপত্র অনলাইনে করতে হবে। সে হিসেবে বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক সরকারি ক্রয় (e-GP)

ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য
বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পোর্টালে জাতীয় ব্যক্তিগত পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা এবং বার্ষিক নবায়ন

ইউরোপিয়ান ইউনিয়নের সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স লঃ প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
আগে প্রকিউরমেন্ট বা কেনাকাটার মূল মন্ত্র ছিল – “সস্তায় এবং দ্রুততম সময়ে পণ্য আনা”। কিন্তু ২০২৪ সালের পরে এই সমীকরণটি