আলবেনিয়ায় সরকারি ক্রয়ে দুর্নীতি দমনে AI মন্ত্রী নিয়োগ
আলবেনিয়ার সরকার, দেশটির পাবলিক প্রকিউরমেন্ট টেন্ডার প্রক্রিয়ায় দীর্ঘদিনের দুর্নীতি মোকাবেলায় এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তারা “ডিয়েলা (Diella)” নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত বটকে নিয়োগ করেছে, যা এখন থেকে ক্রয় প্রক্রিয়ার ব্যবস্থাপনা ও চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিয়েলা নামের এই AI বট মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছে। এই ডিজিটাল মন্ত্রীকে ঘুষ, দূর্নীতি, হুমকি বা পক্ষপাতের প্রভাবমুক্ত রাখা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Diella-এর ভূমিকা ও উদ্দেশ্য
আলবেনিয়ার প্রধানমন্ত্রী Edi Rama, যিনি তার চতুর্থ মেয়াদ শুরু করতে চলেছেন, ঘোষণা করেছেন যে Diella (আলবেনীয় ভাষায় যার অর্থ “সূর্য”) সরকারি প্রকল্পগুলির ক্ষেত্রে সকল ক্রয় চুক্তি অনুমোদন ও পরিচালনা করবে।
নতুন মন্ত্রিসভার উদ্বোধনের সময় রামা বলেন, “Diella ভার্চুয়ালি তৈরি এবং শারীরিকভাবে উপস্থিত না হয়েও প্রথমবারের মতো মন্ত্রিসভার একজন সদস্য”। তিনি বলেন, ‘সরকারি টেন্ডারের বিজয়ী নির্ধারণের দায়িত্ব ধাপে ধাপে মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হবে এবং এ দায়িত্ব পালন করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর ফলে টেন্ডার প্রক্রিয়ায় সরকারি ব্যয়ের সবকিছু একশো ভাগ স্বচ্ছ থাকবে।’
ঐতিহাসিকভাবে, দীর্ঘকাল ধরে আলবেনিয়ায় সরকারি ক্রয় দুর্নীতির অন্যতম উৎস ছিল। বিশেষজ্ঞরা মনে করেন, এই নেতিবাচক চিত্র আলবেনিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের প্রক্রিয়াকে জটিল করে তুলেছে, যা প্রধানমন্ত্রী রামা ২০৩০ সালের মধ্যে অর্জন করতে চান।
Diella-এর পূর্ববর্তী ভূমিকা
Diella এই বছরের শুরুতে e-Albania প্ল্যাটফর্মে একটি AI-চালিত ভার্চুয়াল সহকারী হিসেবে চালু হয়েছে। তখন এর কাজ ছিল নাগরিক এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সরকারি নথি পেতে সহায়তা করা। কিন্তু এখন তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসাবে উন্নত করা হয়েছে।
বর্তমানে ঐতিহ্যবাহী আলবেনীয় পোশাকে সজ্জিত এই বটটি ভয়েস কমান্ডের মাধ্যমে সহায়তা প্রদান করে এবং ইলেকট্রনিক স্ট্যাম্প সহ নথি জারি করে আমলাতান্ত্রিক বিলম্ব কমাতে সাহায্য করছে।
উদ্বেগ ও জনমনে সন্দেহ
যদিও Diella-এর নিয়োগকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কিন্তু সরকার নিজেই Diella-এর উপর কতটুকু নিয়ন্ত্রন বজায় রাখবে বা কৃত্রিম বুদ্ধিমত্তা বট দিয়েই কারসাজি করার ঝুঁকি কতটুকু তা বিস্তারিত জানায়নি।
এতদসত্ত্বেও, জনমনেও কিছু সন্দেহ রয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “এমনকি Diella-ও আলবেনিয়ায় দুর্নীতিগ্রস্ত হবে”। আরেকজন বলেছেন, “চুরি চলতে থাকবে এবং Diella-কে দায়ী করা হবে”।
পরিশেষ
আলবেনিয়ার নতুন সংসদ, যা মে মাসে নির্বাচিত হয়েছে। মন্ত্রী সভায় Diella-এর নিয়োগ আলবেনিয়ার দুর্নীতি দমনে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়, তবে ভবিষ্যতে এর কার্যকারিতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলি আরও স্পষ্ট হবে।
সূত্রঃ Albania appoints AI bot as minister to tackle corruption
এই লেখকের অন্যান্য লেখা

আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০২৬ জারীঃ সরকারি ক্রয় ও ব্যয় প্রক্রিয়ায় বড় পরিবর্তন
দীর্ঘ ১১ বছর পর সরকারি আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ আইনি কাঠামো পরিবর্তন করেছে অর্থ মন্ত্রণালয়। ‘আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ-২০১৫’ বাতিল

ই-জিপিতে Individual Consultant হিসেবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া
বর্তমান প্রকিউরমেন্ট আইন ও বিধি অনুযায়ি সব ধরনের দরপত্র অনলাইনে করতে হবে। সে হিসেবে বাংলাদেশ সরকারের ইলেকট্রনিক সরকারি ক্রয় (e-GP)

ই-জিপি রেজিস্ট্রেশন ফিঃ প্রতিষ্ঠান ও ব্যক্তি পরামর্শকদের মধ্যকার বৈষম্য
বর্তমানে বাংলাদেশের ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (e-GP) পোর্টালে জাতীয় ব্যক্তিগত পরামর্শকদের (Individual Consultant) জন্য রেজিস্ট্রেশন ফি ৫,০০০ টাকা এবং বার্ষিক নবায়ন

ইউরোপিয়ান ইউনিয়নের সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স লঃ প্রকিউরমেন্ট প্রফেশনালদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
আগে প্রকিউরমেন্ট বা কেনাকাটার মূল মন্ত্র ছিল – “সস্তায় এবং দ্রুততম সময়ে পণ্য আনা”। কিন্তু ২০২৪ সালের পরে এই সমীকরণটি