বার্ষিক ক্রয় পরিকল্পনা (APP) বিষয়ে পিপিআর-০৮ এর বিধি ১৬ তে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
- ক্রয় পরিকল্পনা প্রণয়ন সকল ক্রয়কারীর জন্য বাধ্যতামূলক,
- উন্নয়ন প্রকল্প বা কর্মসূচী এবং রাজস্ব বাজেটের জন্য আলাদাভাবে ক্রয় পরিকল্পনা প্রণয়ন করতে হবে,
- ক্রয়কারী উন্নয়ন প্রকল্প বা কর্মসূচীর অধীন ক্রয়ের ক্ষেত্রে, তফসিল-৫ এর অংশ-ক অনুসারে, প্রকল্পের পূর্ণ মেয়াদকালের জন্য সার্বিক ক্রয় পরিকল্পনা প্রণয়ন করবে এবং উহা উন্নয়ন প্রকল্প প্রস্তাব (DPP) বা কারিগরী সহায়তা প্রকল্প (TPP) এর সঙ্গে সংযুক্ত করতে হবে।
বার্ষিক ক্রয় পরিকল্পনা সংশ্লিষ্ট দরপত্রদাতাদের জন্য অনেক গূরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা ক্রয় কার্য শুরু হবার পূর্বেই তাদের আগাম প্রস্তুতি নিতে পারে।