এখন থেকে, ম্যানুয়েল বা অফলাইনে টেন্ডার আহবান করলেও APP বা ক্রয় পরিকল্পনা ই-জিপিতে প্রস্তুত করতে হবে।
ইতিপূর্বে শুধুমাত্র ই-জিপিতে দরপত্র বা টেন্ডার আহবান করলেই অনলাইনে APP করা বাধ্যতামূলক ছিল। অফলাইনের দরপত্রের ক্ষেত্রে APP তৈরী করার সুযোগ ছিল না। ফলে একটি অফিসের অফলাইন এবং অনলাইন মিলে মোট কতগুলো প্যাকেজ তা জানার উপায় ছিল না। এখন থেকে তা জানা যাবে।
এক্ষেত্রে, অনলাইনে APP প্রস্তুতের মতো করেই সব করতে হবে। শুধুমাত্র “Package Type” সিলেক্ট করার সময় “Manual” সিলেক্ট করতে হবে।
ই-জিপির মতো এক্ষেত্রে APP পাবলিশের পর “Create Tender” অপশন পাওয়া যাবে না। অর্থাৎ শুধুমাত্র APP’র ডাটা দেয়া যাবে। দরপত্র আহবান বা এরপরের ডাটা দেয়া যাবে না।
অফলাইনের APP প্রস্তুতের ক্ষেত্রে পেছনের তারিখের ডাটাও দেয়া যাবে।