ই-জিপিতে APP তৈরীর নতুন নিয়মঃ একই অর্থবছরে একটাই APP ID


একটি আইডির আওতায় কয়েকটি প্যাকেজ ইতিপূর্বে অনুমোদনে নেয়া থাকলে, সেক্ষেত্রে পুনরায় যদি আরও প্যাকেজ প্রস্তুত করতে হয় তখন “Add Package” থেকে করতে হবে।

তবে … একটা সমস্যা আছে মনে হচ্ছে।
নতুন সবগুলো প্যাকেজেই “Process file” অপশন থাকে। একটা পাঠালে দেখা যায় সবগুলোই HOPE/AO এর কাছে approval এর জন্য যায়। কিন্তু HOPE অনুমোদন করলেও শুধুমাত্র যে প্যাকেজটা থেকে “Process file” করে পাঠানো হয়েছিল সেটাই অনুমোদন হয়। একটা একটা করে আবার পাঠাতে হয়। আবার, Publish করলে একসাথেই সব প্যাকেজ অনলাইনে পাবলিশ হয়ে যায়।

এই লেখকের অন্যান্য লেখা

সরকারি দরপত্রে এনজিওদের অংশগ্রহণঃ যুক্তি-তর্ক-বিতর্ক
বাংলাদেশ সরকার সম্প্রতি সরকারি ক্রয় আইন সংশোধন করেছে যাতে এনজিও (NGO) বিষয়ক কিছু পরিবর্ধন করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ,

NGOs in Public Tenders: Prospects and Pitfalls ?
Recently, the Bangladesh Government has revised the public procurement law to let NGOs to compete on tenders. In the evolving

কারিগরী প্রস্তাব মূল্যায়নে স্কোরিং বা গ্রেডিং সিস্টেমের গুরুত্ব
বুদ্ধিবৃত্তিক এবং পেশাগত সেবা (Consultancy Service) ক্রয়ের জন্য সফল পরামর্শক নির্বাচনের ক্ষেত্রে পরামর্শকের কারিগরী প্রস্তাবের গুণগত মানই প্রধান বিবেচ্য বিষয়

MAPS এবং বাংলাদেশ
MAPS বা Methodology for Assessing Procurement Systems হলো একটি হাতিয়ার (Tools) যা বিশ্বব্যাপী পাবলিক প্রকিউরমেন্ট সিস্টেমকে মূল্যায়ন করার জন্য ব্যবহৃত
2 thoughts on “ই-জিপিতে APP তৈরীর নতুন নিয়মঃ একই অর্থবছরে একটাই APP ID”
অনুমোদিত (146930) ১টি আইডি’তে পরবর্তীতে ৬টি প্যাকেজের জন্য হোপ এর নিকট অনুমোদন চাওয়া হলে তা অনুমোদিত হয়। কিন্ত এপিপি ১টির বেশী পাবলিশ হয় না। বাকী ৫টি প্যাকেজের পাবলিশ করার নিয়ম কি? জানালে উপকৃত হতাম।
তবে … একটা সমস্যা আছে মনে হচ্ছে।
নতুন সবগুলো প্যাকেজেই “Process file” অপশন থাকে। একটা পাঠালে দেখা যায় সবগুলোই HOPE/AO এর কাছে approval এর জন্য যায়। কিন্তু HOPE অনুমোদন করলেও শুধুমাত্র যে প্যাকেজটা থেকে “Process file” করে পাঠানো হয়েছিল সেটাই অনুমোদন হয়। একটা একটা করে আবার পাঠাতে হয়।
আবার, Publish করলে একসাথেই সব প্যাকেজ অনলাইনে পাবলিশ হয়ে যায়।