ক্রয়চুক্তির অধীন কোন শর্ত পূরণে ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণে ক্রয়কারী ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে ক্রয়কারীর লিখিত দাবীর প্রেক্ষিতে জামানত ইস্যুকারী ব্যাংক অবিলম্বে উক্ত জামানত নগদায়নপূর্বক ক্রয়কারীকে চুক্তিতে নির্ধারিত পরিমাণ অর্থ প্রদান করতে নিঃশর্ত অঙ্গীকারবদ্ধ।
আরও দেখুনঃ Performance Security’র মেয়াদ শেষ হলেই কি ক্যাশ করা যাবে ?
কিন্তু অনেক সময়-ই এই অঙ্গীকার মানা হচ্ছে না। এ নিয়ে ব্যাংকগুলোর বিভিন্ন অসহযোগিতার ঘটনা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক তৎপর হয়েছে এবং এক্ষেত্রে চুক্তির শর্তাবলী ও সরকারি বিধি/বিধান যথাযথভাবে অনুসরণ করার জন্য সকল তফসিল ব্যাংকগুলোকে ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা টি দেখতে লগইন করতে হবে।