বিধি ১৫৪ (পিপিআর-২০২৫) প্রয়োগ নিয়ে BPPA’র পরিপত্র জারী
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত দেখুনঃ PPR-2025 সংক্রান্ত আলোচনা
নতুন পিপিআর-২০২৫ এ মোট ১৫৪ টি বিধি এবং ২১ টি তফসিল রয়েছে। এর প্রায় সবগুলো বিধিতে কিছুনা কিছু পরিবর্তন আনা হয়েছে, এছাড়াও অনেকগুলো নতুন বিধি যুক্ত করা হয়েছে।
পিপিআর ২০২৫ জারীর সময় নির্দেশনা ছিলঃ
- পিপিআর, ২০২৫ জারি হওয়ার পূর্বদিন পর্যন্ত যে সকল ক্রয়কারী তাদের ক্রয় কার্যের দরপত্র বিজ্ঞপ্তি বা আগ্রহব্যক্তকরণের অনুরোধপত্র জারি করেছেন, তাদের ক্ষেত্রে পূর্বতন পিপিআর, ২০০৮ প্রযোজ্য হবে।
- পিপিআর, ২০২৫ জারি হওয়ার তারিখে দরপত্র বিজ্ঞপ্তি ও দরপত্র দলিল জারি হওয়ার পূর্বাবস্থায় কোনো ক্রয়কারী ক্রয়ের যে ধাপেই থাকুক না কেনো, তাদের পিপিআর, ২০২৫ অনুসরণে ক্রয়কার্ধের সকল ধাপ প্রতিপালন করতে হবে।
কিন্তু, উপরোক্ত নির্দেশনা এবং পিপিআর ২০২৫ এর বিধি ১৫৪(১) অনুযায়ি এই নতুন পিপিআর ২০২৫ জারী হবার পর পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ রহিত হলেও কিছু কিছু বিষয়ে অনেকের মধ্যেই অস্পষ্টতা দেখা দিয়েছে।
পিপিআর ২০২৫ এর বিধি ১৫৪(১) দেখতে ক্লিক করুন।
সম্প্রতি, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) হতে এ বিষয়টি স্পষ্টীকরণ নিয়ে একটি পরিপত্র জারী হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত দেখতে লগইন করুন।
আরও দেখুনঃ অত্যাধিক নিম্নমূল্যের দরপত্র চিহ্নিতকরণ ও মূল্যায়ন কিভাবে করবেন ?
এই লেখকের অন্যান্য লেখা

কখন ‘চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি’ গঠনের প্রয়োজন নেই
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট

‘চুক্তি বাতিল প্রস্তাব পর্যালোচনা কমিটি’ কি ? গঠন প্রণালী ও কাজ কি ?
বাংলাদেশ সরকার কর্তৃক গত ৪ঠা মে ২০২৫ ইং তারিখে “পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” এবং ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট

চলমান কোন চুক্তি গুলোতে পিপিআর-২০২৫ প্রয়োগ হবে আর কোনগুলোতে হবে না ?
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ (পিপিআর ২০২৫) প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুনঃ PPR-2025 সংক্রান্ত আলোচনা নতুন

কখন অত্যাধিক নিম্নমূল্যের দরপত্র (SLT) চিহ্নিত করে মূল্যায়ন করতে হবে ?
সম্প্রতি গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে পিপিআর-২০০৮ এর সংশোধিত ও বর্ধিত রূপ পিপিআর ২০২৫ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুনঃ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা