ই-জিপি ব্যবহারের জন্য ব্রাউজার আপডেট করা হয়েছে
ই-জিপি ব্যবহারের জন্য এখন পর্যন্ত শুধুমাত্র Internet Explorer এবং Mozila Firefox এর কিছুসংখ্যক ভার্শন সাপোর্ট করে। তবে বর্তমানে ব্রাউজার বা সার্চ ইঞ্জিন হিসেবে Mozila Firefox 52.x ব্যবহার করা যাচ্ছে।
ইতোপূর্বে দরপত্রদাতাদের ই-জিপি পোর্টাল ব্যবহারের জন্য Java Runtime software কম্পিউটারে ইন্সটল থাকতে হতো। না হলে লগ-ইন করার পর সেশন আউট হতো অথবা দরপত্র প্রস্তুতের সময় তথ্য এনক্রিপ্টশন/ডিক্রিপ্টশন করা যেত না। তবে এখন থেকে আর Java Runtime software প্রয়োজন নাই। এটা ছাড়াই ঠিকাদারের দিক থেকে কাজ করা যাবে, দরপত্র দাখিলে সমস্যা হবে না।
আরও দেখুনঃ e-GP এর জন্য সর্বশেষ ব্রাউজার ও ভার্সনগুলো কি কি ?