মোঃ ওয়াছিম জাব্বার কে সভাপতি এবং রাশেদ মোরশেদ কে সচিব নির্বাচিত করে মোট ১১ সদস্যের CIPS বাংলাদেশ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১১ই নভেম্বর ২০২২ তারিখে এলজিইডি সদর দপ্তরের কনফারেন্স রুমে CIPS বাংলাদেশ শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভা শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই প্রফেশনের বিশ্বের বৃহত্তম ননপ্রফিট সংস্থা হলো Chartered Institute of Procurement & Supply (সিআইপিএস)। বিশ্বের ১৫০ টিরও অধিক দেশের প্রায় ৬০,০০০ প্রফেশনাল এই সংস্থার বিভিন্ন পর্যায়ের সদস্য। সিআইপিএস প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনালদের ডিপ্লোমা, এডভান্সড ডিপ্লোমা এবং প্রফেশনাল ডিপ্লোমা লেভেলের পরীক্ষা, পেশাগত অভিজ্ঞতাসহ আরও কিছু নির্ণায়ক যাচাইয়ের মাধ্যমে MCIPS (সদস্য) এবং FCIPS (ফেলো) স্ট্যাটাস প্রদান করে থাকে। প্রফেশনালদের মধ্যে সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ দক্ষতার উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় প্রভৃতি উদ্দেশ্য নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সিআইপিএসের কান্ট্রি ব্রাঞ্চ/চ্যাপ্টার রয়েছে যা একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হয়। বাংলাদেশেও সিআইপিএসের একটি কান্ট্রি ব্রাঞ্চ রয়েছে যা স্থানীয় প্রকিউরমেন্ট এবং সাপ্লাই প্রফেশনকে এগিয়ে নিতে কাজ করছে।
এ বিষয়ে আরও জানতে দেখুনঃ CIPS প্রোগ্রামঃ প্রকিউরমেন্টে পেশাদারিত্ব অর্জনের জন্য গুরুত্বপূর্ণ
উল্লেখ্য, গত ২০১৩ ইং তারিখে CIPS বাংলাদেশ শাখার কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ১১ই নভেম্বর ২০২২ তারিখে সিআইপিএস বাংলাদেশ ব্রাঞ্চের বার্ষিক সাধারণ সভা এবং নতুন কমিটির নির্বাচন উপলক্ষ্যে এলজিইডি সদর দপ্তরের কনফারেন্স রুমে দিনব্যাপী কার্যক্রম গ্রহন করা হয়। উক্ত সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থায় কর্মরত এবং সিআইপিএস এর বিভিন্ন লেভেলে অধ্যয়নরত প্রায় শতাধিক প্রকিউরমেন্ট প্রফেশনাল উপস্থিত ছিলেন। শুরুতে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সিআইপিএস বাংলাদেশ ব্রাঞ্চের সদ্য বিদায়ী কমিটির সভাপতি এবং এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ নুরুল হুদা। পরবর্তীতে বিদায়ী কমিটির সহসভাপতি এবং সচিব ব্রাঞ্চের বিভিন্ন কার্যক্রম এবং আর্থিক বিষয়াদি উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন।
এজিএমের কার্যক্রম শেষে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে নতুন কমিটির নির্বাচন প্রক্রিয়া আরম্ভ করা হয়। অতঃপর সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় যা নিম্নরূপঃ
নতুন কমিটির সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দুই বছর সকলকে নিয়ে প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই প্রফেশনকে এগিয়ে নিতে এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।