সরকারি ক্রয় সংক্রান্ত নানা তথ্য নাগরিকদের জানাতে ‘সরকারি ক্রয় বাতায়ন’ (https://citizen.cptu.gov.bd/) নামে সিটিজেন পোর্টাল চালু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। সরকারি ক্রয়ে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে এই পোর্টালটি চালু করা হয়েছে। এর মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত তথ্যপ্রাপ্তির সুযোগ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
সরকারি ক্রয় বাতায়ন থেকে সহজেই সারাদেশের পণ্য, কার্য ও সেবা ক্রয় সম্পর্কিত নানা তথ্য পাবেন নাগরিকরা। এমনকি নিজ এলাকার সরকারি ক্রয় সম্পর্কেও বিস্তারিত জানতে পারবেন তারা। এছাড়া পোর্টালে থাকা ব্লগ ও সিপিটিইউর সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিকরা সরকারি ক্রয় বিষয়ে তাদের মতামত তুলে ধরতে পারেন। এর মাধ্যমে তারা সরকারি ক্রয় পরিস্থিতি পর্যবেক্ষণে যুক্ত থাকতে পারবেন।সরকারের নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষকরাও সরকারি ক্রয় বাতায়ন থেকে বিভিন্ন তথ্য ডাউনলোড করে তা বিশ্লেষণ করতে পারবেন।
সরকারের নীতি নির্ধারক, ক্রয়কারী সংস্থার কর্মকর্তা, বিশেষজ্ঞ, গবেষকরা সরকারি ক্রয় বাতায়ন থেকে ওপেন কন্ট্রাক্টিং ডাটা স্ট্যান্ডার্ড (ওসিডিএস) ডাটা JSON ফরম্যাটে ডাউনলোড করে তা বিশ্লেষণ করতে পারবেন।
সিটিজেন পোর্টালটি সিপিটিইউর ওয়েবসাইটের সাথে যুক্ত। পোর্টালের তথ্যগুলো সরাসরি আসছে সরকারের ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি সিস্টেম থেকে। এছাড়াও সরকারি বিভিন্ন সংস্থা, সরকারি ক্রয় বিষয়ক নাগরিক সম্পৃক্ততার প্লাটফরমসহ বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে তা প্রকাশ করছে সিপিটিইউ।
বিশ্বব্যাংকের সহায়তায় ‘ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট (ডাইম্যাপ)’ এর আওতায় সিটিজেন পোর্টালটি চালু করা হয়েছে।পোর্টালটি তৈরি করেছে পরামর্শক প্রতিষ্ঠান ডিনেট।