কমিটি প্রস্তুতি
দরপত্র মূল্যায়ন কমিটি প্রস্তুতি (Formation of Evaluation Committee):
ই-জিপি তে মূল্যায়ন কমিটি ৩ সদস্য বিশিষ্ট হবে, তারমধ্যে ২ জনকে কমপক্ষে সংশ্লিষ্ট ক্রয়কারী দপ্তরের কর্মকর্তা হতে হবে।
কমিটি গঠনের Flow chart:
Evaluation Committee> Create>Committee Name>Add members> Select (at least 2 from same PE)>Add>Committee role>Submit>
Work flow>Create>No of reviewers (say 0)>Submit>Starts by PE>Ends by PE>Submit>Notify Committee Members>Remarks>Notify
Video Clip # TEC & TOC
দরপত্র উন্মুক্তকরণ কমিটি প্রস্তুতি (Formation of Opening Committee):
ই-জিপি তে দরপত্র উন্মুক্তকরণ কমিটি ২ সদস্য বিশিষ্ট হবে, তারমধ্যে ১ জনকে সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটি থেকে হতে হবে।
কমিটি গঠনের Flow chart:
Opening>Opening Committee>Create>Committee Name>Add member>(select 1 from) Same PE>Select (1 from) TEC>Add>Committee Role>Submit>
Work flow>Create>No of reviewers (say 0)>Submit>Starts by PE>Ends by PE>Submit>Notify Committee Members>Remarks>Notify
এই লেখকের অন্যান্য লেখা
সরকারি ক্রয়ে Conflicts of Interest কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?
দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।
প্রকিউরমেন্ট অডিট কি, কেন, কে করবে ?
সরকারি ক্রয় নিরীক্ষা (Procurement Audit) সরকারি নিরীক্ষা (Government Audit) এর একটি অবিচ্ছেদ্দ অংশ। এই প্রকিউরমেন্ট অডিট ছাড়াও আরও অনেক ধরনের
এলসি এবং ব্যাংকের গ্যারান্টি মধ্যে পার্থক্য কি ?
টেন্ডারে “ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee)” এবং “লেটার অব ক্রেডিট (letter of credit) বা এলসি (LC)” শব্দ দুটি প্রায়ই দেখা যায়। বেশিরভাগ
2 thoughts on “কমিটি প্রস্তুতি”
ই-জিপি তে ০৩ সদস্য বিশিষ্ট Technical Sub Committee গঠনের ক্ষেত্রে PE এর কর্মকর্তা কতজন হবে এবং অন্য PE রাখতে হবে কি -না?
কারিগরী সাব-কমিটি (Technical Sub Committee) এর সদস্য সংখ্যা সর্বোচ্চ ৩ জন। এক্ষেত্রে আর কোন শর্ত নেই। সুতরাং Technical Sub Committee গঠনের ক্ষেত্রে PE এর কর্মকর্তা কতজন হবে এবং অন্য PE রাখতে হবে কি-না তার কোন বাধ্যবাধকতা নেই।