দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অধিকতর সহজীকরণের জন্য এক ব্যক্তির কোম্পানি বা ওপিসি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে প্রথমবারের মতো এ সুযোগ তৈরি করেছে সরকার। কোম্পানি আইন সংশোধন করে সুযোগটি দেওয়া হয়েছে। ১৯৯৪ সালের কোম্পানি আইন সংশোধন করে গত ২৬ নভেম্বর ‘কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০’–এর গেজেট প্রকাশ করা হয়েছে।
কোম্পানি নিয়ে অন্যান্য আলোচনাগুলো দেখতে ক্লিক করুনঃ
শুধুমাত্র Registered ব্যবহারকারি গন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
চমৎকার এবং গুরুত্বপূর্ণ অনেককিছু এই সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কি সেগুলো …… দেখতে দ্রুত লগইন করুন।