“পিপিআর-০৮” এবং “পিপিআর ২০২৫” এর তুলনামূলক চিত্র
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM
Deputy Director (Xen)
Directorate of Design & Inspection-01
Bangladesh Power Development Board
Mobile: 01722044335
Email: moktar031061@gmail.com
=================================
বাংলাদেশের সরকারি ক্রয়কাজে জড়িত বিভিন্ন সেক্টরের স্টেকহোল্ডারগনের দীর্ঘদিনের চাওয়ার প্রেক্ষীতে পিপিআর-২০০৮ এর সংশোধিত ও বর্ধিত রুপ (পিপিআর ২০২৫) গত ২৮/০৯/২০২৫ ইং তারিখে প্রকাশ করা হয়েছে।
বিস্তারিত দেখুনঃ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ (পিপিআর ২০২৫)
উক্ত নতুন পিপিআর-২০২৫ এ মোট ১৫৪ টি বিধি এবং সর্বমোট ২১ টি তফসিল রয়েছে। পিপিআর-২০০৮ থেকে ২০২৫ যেমন প্রায় সবগুলো বিধিতে কিছুনা কিছু পরিবর্তন আনা হয়েছে তেমন অনকেগুলো নতুন বিধি যুক্ত করা হয়েছে। ভৌতসেবা কে ক্রয়ের একটি আলাদা ক্যাটেগরী হিসেবে বিবেচনার পাশাপাশি এসডিজি গোল এর সাথে সংগতি রেখে সাসটেইন্যাবল প্রকিউরমেন্ট এর অবতারণা করা হয়েছে। নির্দিস্ট মূল্যসীমার মধ্যে প্রমীত পণ্য ক্রয়ের পদ্ধতি হিসেবে বিপরীত নিলাম পদ্ধতির প্রবর্তন করা হয়েছে যা ক্রয় প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে। দেশীয় ক্ষুদ্র ও মাঝারিমানের ঠিকাদারগণের দীর্ঘদিনের দাবি হিসেবে পাস্ট পারফরম্যান্স ম্যাট্রিক্স সিস্টেম বাতিল হওয়ায় ক্রয়কাজে সুষ্ঠু প্রতিযোগিতার পথ সুগম হবে বলে আশা করা যায়। সরকারি সকল ক্রয় ই-জিপি সিস্টেমে প্রক্রিয়াকরণের বাধ্যবাধকতা আরোপ করায় ক্রয়-প্রক্রিয়া আরও দ্রুত ও স্বচ্ছ হবে বলে প্রতীয়মান হয়।
নিচের ছকে পিপিআর-২০০৮ এর সাথে পিপিআর-২০২৫ এর পরিবর্তন গুলো বিশদ আকারে তুলে ধরা হল:
এছাড়াও, “পিপিআর-০৮” এবং “পিপিআর ২০২৫” এর বিধি নম্বরের তুলনামূলক চিত্র দেখতে ক্লিক করুন।








প্রকিউরমেন্টবিডি.কম এ অচিরেই পিপিআর ২০২৫ এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চোখ রাখুন প্রকিউরমেন্টবিডি.কম এ।
“পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” আলোকেই পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ (পিপিআর ২০০৮) এর প্রয়োজনীয় সংশোধনী নিয়ে প্রায় ৪ মাস ব্যাপী দীর্ঘ কার্যক্রম পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় তা পিপিআর ২০০৮ এর সংশোধনী না হয়ে একেবারে নতুন ভাবে পিপিআর ২০২৫ নামে প্রজ্ঞাপন জারী করা হয়েছে। ফলে বার বার সংশোধনীতে কাটাছেড়া করার চেয়ে নতুন ভাবে বিধিমালা জারী করা ভাল উদ্যোগ হয়েছে বলে সবাই মনে করছেন।
“পিপিআর ২০২৫” এর প্রজ্ঞাপন জারী হয়েছে, এখন এরপর কি ? এ বিষয়ে জানতে চোখ রাখুন প্রকিউরমেন্টবিডি.কম এ।
এই লেখকের অন্যান্য লেখা

বারিতকরণ (Debarment): PPA-2006 ও PPR-2025 এর আলোকে একটি সমন্বিত বিশ্লেষণ
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

সরকারি ক্রয়ে অভিযোগ ও আপিল ব্যবস্থাঃ ধাপ, সময়সীমা ও রিভিউ প্রক্রিয়া
[প্রাসঙ্গিক আইন/বিধি: PPA 2006 (ধারা 29-30) এবং PPR 2025 (বিধি 72-77)] Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate

সরকারী ক্রয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCEA) এবং সরকারী ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCGP)-এর ভূমিকা
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:

বাংলাদেশের সরকারী ক্রয় কার্যক্রমে যৌথ উদ্যোগ (Joint Venture)
Md. Moktar Hossain MCIPS, PMP, CPCM Deputy Director (Xen) Directorate of Design & Inspection-01 Bangladesh Power Development Board Mobile: 01722044335 Email:
2 thoughts on ““পিপিআর-০৮” এবং “পিপিআর ২০২৫” এর তুলনামূলক চিত্র”
পিপিআর, ২০২৫ অনুযায়ী ম্যানুয়াল পদ্ধতিতে কি আরএফকিউ (কোটেশন) পদ্ধতিতে ক্রয় করা যাবে? নাকি কি ই-জিপি সিস্টেমে বাস্তবায়ন করতে হবে?
সব টেন্ডার এখন থেকে ইজিপিতে।