এই অভিযোগ নিয়ে আর অভিযোগের শেষ নাই। কি একটা অবস্থা !!!
দরপত্র (টেন্ডার) আহবানের পর ঠিকাদার হিসেবে আপনার বিভিন্ন কারণে ঐ টেন্ডারের বিষয়ে অভিযোগ থাকতে পারে। কি সেই কারণগুলো যা আইন-বিধি অনুযায়ি গ্রহনযোগ্য ? আর কার কাছেই বা এই অভিযোগগুলো জমা দিবেন ? অভিযোগ সত্য হবার পরও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শুধুমাত্র সঠিক পদ্ধতি না জানার কারনে অভিযোগ করেও কাংখিত ফল পাওয়া যায় না। সময়, শ্রম, অর্থ সবই নষ্ট হয়। আর নয় অপচয়। এ নিয়ে শুরু হলো ধারাবাহিক আলোচনা। জেনে নিই ঠিকঠাক আজকেই।
আজ ২য় পর্ব। প্রথম পর্বে ছিল কি কি কারণে অভিযোগ করা যাবে।
প্রথম পর্ব দেখতে ক্লিক করুন।
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।