Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব কি ?

Facebook
Twitter
LinkedIn

স্বাধীনতা কি লাগামহীন ?

স্বাধীনতা বলতে চিন্তার স্বাধীনতা এবং প্রকাশের স্বাধীনতা বোঝায়। আমাদের দৈনন্দিন কাজেকর্মে, প্রক্রিয়ায়, চিন্তা চেতনায় এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে বস্তুনিষ্ঠতা নিহিত রয়েছে। বস্তুনিষ্ঠতা এমন একটি অবস্থা যা স্বার্থের দ্বন্দ্বমুক্ত। স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতা নিবিড়ভাবে সম্পর্কিত এবং একের অনুপস্থিতি অন্যকে প্রভাবিত করে।

দ্বন্দ্ব বা Conflicts দৈনন্দিন জীবনে দেখা যায় এবং এটি একটি স্বাভাবিক, প্রায়শই স্বার্থপর এবং কখনও কখনও উৎপাদনশীল ঘটনা (productive phenomenon)।

Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব হলো বিরোধী চিন্তাভাবনা, কর্মকাণ্ড বা ধারণা যার ফলে বিদ্যমান অবস্থা ব্যাহত হয়। যেহেতু এটি নির্দিষ্ট পরিস্থিতিতে সহিংসতা এবং ঝগড়া-ঝাটির দিকে পরিচালিত করতে পারে, তাই ‘দ্বন্দ্ব’ শব্দটি প্রায়শই নেতিবাচক অর্থে দেখা হয়।

আরও দেখুনঃ গেম থিওরির আদর্শ মডেল ও বিভিন্ন ধরণের গেমঃ প্রকিউরমেন্টের সাথে যার আছে নিবিড় সম্পর্ক

 

স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয় যখন একজন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ সম্ভাব্য ভাবে তার পেশাদার বিচার এবং কর্মকে প্রভাবিত করে।

স্বার্থের দ্বন্দ্ব পক্ষপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয়। স্বার্থের দ্বন্দ্বে বিচার এবং সিদ্ধান্তের সাথে আপস করার সম্ভাবনা থাকে যা নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে।

স্বার্থের দ্বন্দ্ব সুস্পষ্ট হতে পারে, আবার বেশ সূক্ষ্মও হতে পারে।

আরও দেখুনঃ অন্যান্য দেশের সরকারি ক্রয়ে ডিবারের ক্ষেত্রে কি ব্যবস্থা আছে ?

 

যদি আপনি স্বার্থের দ্বন্দ্বকে এড়াতে বা চিনতে ব্যর্থ হোন, তাহলে আপনি সহজেই এমন একটি পরিস্থিতিতে পড়তে পারেন যা আপনার বিশ্বাসযোগ্যতা, সততা বা সুনামকে ক্ষতিগ্রস্ত করে।

এ নিয়ে আমেরিকান লেখক ও মোটিভেশনাল বক্তা Wayne Walter Dyer (May 10, 1940 – Aug 29, 2015) এর একটি বিখ্যাত উক্তি আছেঃ

Conflict cannot survive without your participation

আরও দেখুনঃ Conflicts of Interest নিরসনে অডিটরদের ভূমিকা


স্বার্থের সংঘাতের প্রকারভেদ

আর্থিক স্বার্থের সংঘাত (Financial Conflicts of Interest)
আর্থিক স্বার্থের সংঘাত তখনই ঘটে যখন কোনও ব্যক্তি বা সংস্থা তাদের পেশাগত ক্ষমতায় গৃহীত সিদ্ধান্ত বা পদক্ষেপ থেকে আর্থিকভাবে লাভবান হয়। উদাহরণঃ ক্রয়কারি নিজেই কোন প্রতিষ্ঠান থেকে ঘুষ গ্রহণ করেন।

স্বার্থের সম্পর্কীয় সংঘাত (Relational Conflicts of Interest)
ব্যক্তিগত সম্পর্ক যখন পেশাদার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে তখন স্বার্থের সংঘাত দেখা দেয়। এর মধ্যে পারিবারিক সম্পর্ক, বন্ধুত্ব বা প্রেমের সম্পর্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। উদাহরণস্বরূপ, একজন ব্যবস্থাপক পদোন্নতির জন্য কোনও বন্ধু বা আত্মীয়কে সমর্থন করতে পারেন, অথবা কোনও বোর্ড সদস্য পরিবারের সদস্যের মালিকানাধীন কোনও কোম্পানির সাথে চুক্তির পক্ষে কথা বলতে পারেন।

পেশাদার স্বার্থের সংঘাত (Professional Conflicts of Interest)
প্রতিযোগী পেশাদার কর্তব্য বা আনুগত্য নিরপেক্ষতার ক্ষেত্রে হস্তক্ষেপ করলে পেশাদার স্বার্থের সংঘাত দেখা দেয়। উদাহরণস্বরূপ, বিপরীত স্বার্থের দুই ক্লায়েন্টের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী পেশাদার দ্বন্দ্বের মুখোমুখি হন। একইভাবে, প্রতিযোগী সংস্থাগুলির জন্য কাজ করা একজন পরামর্শদাতা একই সাথে উভয় ক্লায়েন্টকে পরিষেবা দেওয়ার চেষ্টা করার সময় বস্তুনিষ্ঠতা এবং গোপনীয়তা বজায় রাখতে সমস্যায় পরতে পারেন।

আদর্শিক স্বার্থের দ্বন্দ্ব (Ideological Conflicts of Interest)
ব্যক্তিগত বিশ্বাস বা মূল্যবোধ যখন পেশাদার দায়িত্বের সাথে সংঘর্ষিক হয় তখন আদর্শিক স্বার্থের দ্বন্দ্ব দেখা দেয়। উদাহরণস্বরূপ, তেল ও গ্যাস কম্পানির অর্থায়নে পরিচালিত গবেষণা পরিচালনা করার সময় একজন প্রফেশনাল পরিবেশবিদ বস্তুনিষ্ঠ থাকতে সমস্যায় পরতে পারেন।

সময়-ভিত্তিক স্বার্থের দ্বন্দ্ব (Time-Based Conflicts of Interest)
সময়-ভিত্তিক স্বার্থের দ্বন্দ্ব তখন ঘটে যখন একজন ব্যক্তির একাধিক ভূমিকা থাকে। উদাহরণস্বরূপ, একই সাথে দুটি কোম্পানিতে কাজ করা একজন কর্মচারী উভয় ভূমিকার জন্য নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করতে সক্ষম নাও হতে পারে।

সাংগঠনিক স্বার্থের দ্বন্দ্ব (Organizational Conflicts of Interest)
সাংগঠনিক স্বার্থের দ্বন্দ্ব তখন ঘটে যখন একটি সত্তার স্বার্থ তার স্টেকহোল্ডারদের বা জনসাধারণের স্বার্থের সাথে দ্বন্দ্ব তৈরি করে উদাহরণস্বরূপ, একটি অলাভজনক সংস্থা যা একটি কর্পোরেশন থেকে তহবিল গ্রহণ করে তার কার্যক্রম দাতার স্বার্থের সাথে সামঞ্জস্য করার জন্য চাপের সম্মুখীন হতে পারে, এমনকি যদিও এটি তার লক্ষ্যে ও উদ্দেশ্যের সাথে দ্বন্দ্ব করে।

আরও দেখুনঃ e-GP তে সর্বপ্রথম ঠিকাদারের বিল প্রদান করল RH&D


পরিশেষ

সরকারি কাজে বা ক্রয় কার্যক্রমেও Conflicts of Interest বা স্বার্থের দ্বন্দ্ব হতে পারে। প্রকিউরমেন্ট প্রসেসে স্বার্থের সংঘাত (Conflicts of Interest) একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আরও দেখুনঃ সরকারি ক্রয়ে Conflicts of Interest

আরও দেখুনঃ ক্রয় আইন/বিধিতে Conflicts of Interest নিয়ে কি আছে ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এই লেখকের অন্যান্য লেখা

PPR-2025 সংক্রান্ত আলোচনা

e-GP তে আদর্শ দরপত্র দলিল কতগুলো ? কখন কোনটি ব্যবহৃত হবে ?

বিপিপিএ কর্তৃক ই-জিপিতে অতি সম্প্রতি অনেকগুলো আদর্শ দরপত্র দলিল (STD) সংযোজন করা হয়েছে। আদর্শ দরপত্র দলিল (Standard Tender document –

Read More »
Other Circulars

সরকারি ক্রয়ে বিভিন্ন যানবাহনের মূল্য পূননির্ধারণ

সরকারি ক্রয়ে গাড়ি বা যানবাহন কেনার ক্ষেত্রে যানবাহনের একক মূল্য পূননির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একটি সার্কুলার জারী

Read More »
Magazine

ট্যারিফঃ ২০২৫ সালে বৈশ্বিক বাণিজ্য ও সাপ্লাই চেইনের নতুন গতিপথ

২০২৫ সালে বৈশ্বিক সাপ্লাই চেইনের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এবং উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ট্যারিফ বা শুল্ক। গত ছয় বছর

Read More »
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
গ্রাহক হোন

শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে এখানে ক্লিক করুন

 

** সীমিত সময়ের জন্য Discount চলছে।

ফ্রী রেজিস্ট্রেশন

“প্রকিউরমেন্ট বিডি news”, “সমসাময়িক”, “সূ-চর্চা”, “প্রশিক্ষণ” অথবা “ঠিকাদারী ফোরাম” ইত্যাদি বিষয়ে কমপক্ষে ২টি নিজস্ব Post প্রেরণ করে এক বছরের জন্য Free রেজিষ্ট্রেশন করুণ। Post পাঠানোর জন্য “যোগাযোগ” পাতা ব্যবহার করুণ।

সূচীঃ PPR-25

সর্বশেষ

Scroll to Top