গণপূর্তে টেন্ডারের চিঠি জালিয়াতি করায় ঠিকাদার জেলে

গণপুর্ত অধিদফতর-পিডবিব্লউডি’র চিঠি নকল করে ফেঁসে গেছেন রাজধানীর ‘থ্রি ষ্টার ইন্টারন্যাশনাল’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠান। শাহবাগ থানা পুলিশ তাদের আটক করে। পরে আদালত সংশ্লিষ্টদের জেলে পাঠান।
তারা ৩৪ লাখ টাকার বৈদ্যুতিক কাজের কার্যাদেশে লেখা দর জালিয়াতির মাধ্যমে দ্বিগুণ করে ৭৮ লাখ টাকার বিল হাতিয়ে নেয়ার চেষ্টা করছিলো।
পিডব্লিউডি’র ইএম বিভাগ-২ এর নির্বাহী প্রকেশলী জাহাঙ্গীর আলম তার অফিসে এই জালিয়াতি ধরে ফেলেন। পরে জানাজানি হয়ে গেলে, ঠিকাদার ও তার লোকজন সদলবলে নির্বাহী প্রকৌশলীর অফিসে ঢুকে জোর করে ফাইল থেকে সেই নকল চিঠি ছিঁড়ে নিয়ে যায়। নির্বাহী প্রকৌশলীকে দেখে নেয়ারও হুমকি দেয় তারা। এরপর শাহবাগ থানায় বিষয়টি নিয়ে মামলা হলে গ্রেফতার করা হয় অভিযুক্ত ৩ জনকে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিরাই “প্রকিউরমেন্টবিডি.কম” ওয়েবসাইটের সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। একবছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
বিস্তারিতঃ
১। kurigramlive
২। breakingnews
উল্লেখ্য যে, পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৬ অনুযায়ি মারামারি বা জবরদস্তি করা ঠিকাদারের জন্য শাস্তিযোগ্য অপরাধ। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া প্রয়োজন।
এ সংক্রান্ত রিপোর্ট দেখতে ক্লিক করুন মারামারি বা জবরদস্তি করা ঠিকাদারের জন্য শাস্তিযোগ্য অপরাধ।

এই লেখকের অন্যান্য লেখা

Strategies for Saying “No” as a Project Manager
Project managers frequently find themselves juggling competing priorities, tight deadlines, and stakeholder demands. While accommodating requests is important for maintaining

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়
1 thought on “গণপূর্তে টেন্ডারের চিঠি জালিয়াতি করায় ঠিকাদার জেলে”
আগে ঠিকাদারদের চিবিয়ে খেতো গুন্ডারা এখন ঠিকাদারদের চিবিয়ে খায় আমলারা ই, জি, পির মাধ্যমে পিপিআর বানিয়ে