কার্য ক্রয়ে জয়েন্ট ভেঞ্চার নিয়ে সার্কুলারে কি ছিল ?
দরপত্র মূল্যায়নের সময় দরপত্র মূল্যায়ন কমিটি কর্তৃক জয়েন্ট ভেঞ্চার (Joint Venture) প্রতিষ্ঠানের অংশীদারগণের Specific Experience ও Turnover ইত্যাদি নিরূপন করার সময় দরপত্র/দরপ্রস্তাব মুল্যায়ন কমিটির সদস্যবর্গের বিভিন্ন মত থাকায় মূল্যায়নে সিদ্ধান্তহীনতার কারণে ক্রয় প্রক্রিয়া বিলম্বিত হয়।
এরমধ্যে কিছু প্যাকেজের কাজ থাকে বিভাজ্য এবং কিছু থাকে অবিভাজ্য যেখানে অংশীদারগণের কাজের অংশ আলাদাভাবে নিরুপন করা সম্ভব হয়না। উপরন্তু শুধু আর্থিক সামর্থ বৃদ্ধির জন্য ক্ষেত্র বিশেষে JVCA গঠিত হয়, যেখানে পার্টনার এর বিশেষ অভিজ্ঞতা মুখ্য নয়। এইরূপ ভিন্ন ভিন্ন পরিস্থিতেতে JVCA এর পার্টনারদের Turnover এবং Specification experience নিরুপনে সিপিটিইউ কর্তৃক গত ২৬.০৭.২০১৫ ইং তারিখে ১টি পরিপত্র জারী করা হয়েছিল।
কি ছিল সিপিটিইউ এর সেই পরিপত্রে ?
বিস্তারিত জানতে লগইন করুনঃ
আরও দেখুনঃ জয়েন্ট ভেঞ্চার বিষয়ক সার্কুলারের উপর হাইকোর্টের স্থগিতাদেশ

এই লেখকের অন্যান্য লেখা

পাল্টা শুল্ক বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের উপর আঘাত
যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে, ২ এপ্রিল থেকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত হারে শুল্ক আরোপের

ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন কিভাবে করবেন ?
ই-জিপি তে মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হয়। আজকের আলোচনা এটা কিভাবে করবেন ? বিস্তারিত জানতে লগইন করুন You need to

বর্তমানে ই-জিপিতে উন্মুক্তকরণ কমিটি ছাড়া মূল্যায়ন কিভাবে হচ্ছে
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines

আউটসোর্সিং এর নতুন নীতিমালা জারি
আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য “আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা ২০২৫” জারি করা হয়েছে। নীতিমালাটি দেখতে