প্রকল্পের তদারকিতে ব্যবহৃত হবে ড্রোন

প্রকল্প পরিদর্শন নিয়ে আইএমইডির কার্যক্রম সব সময় প্রশ্নবিদ্ধ ছিল। তারা ঠিকমতো প্রকল্প পরিদর্শন ও মূল্যায়ন করে না। এসব অভিযোগ থেকে মুক্ত হতে এবং যথাযথ মূল্যায়নের জন্য প্রকল্পের তদারকিতে ড্রোন ব্যবহারে কথা বিবেচনা করা হচ্ছে।
প্রযুক্তি নিজে প্রকল্প পরিদর্শন করে দেবে না। প্রযুক্তি পরিচালনা করবেন কর্মকর্তারা। ড্রোন ব্যবহার করে চাপ ও প্রভাবমুক্ত থেকে তাঁরা প্রকল্প পরিদর্শন ও মূল্যায়নের কাজ করা যাবে মর্মে সংশ্লিষ্টরা আশা করছেন।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাস্তা নির্মাণে ‘মিথ্যা কথা’ ও ‘চুরি’ ধরার পরে আইএমইডির কর্মকর্তারা প্রকল্পের কাজ নজরদারিতে নিয়মিত ড্রোন ব্যবহারে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন। তাঁরা বিভিন্ন প্রকল্প পরিদর্শনে পরীক্ষামূলকভাবে ড্রোন ব্যবহার করছেন। এ জন্য ইতিমধ্যে তিনটি ড্রোন কেনা হয়েছে। এখন কর্মকর্তাদের প্রশিক্ষণ পর্ব চলছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, লেইডার প্রযুক্তির ড্রোন কিনবে তারা। কারণ, এই প্রযুক্তির ড্রোন দিয়ে আকাশ থেকে পানির নিচের গভীরতাও মাপা যায়। এই ড্রোন নদী খনন প্রকল্প পরিদর্শনের সময় ব্যবহার করা যাবে। কারণ, ঠিকাদারেরা নদীর তলদেশ যতটা গভীর করে খনন করার কথা, তা করেন না বলে অভিযোগ আছে। আবার পানির নিচে গিয়ে গভীরতাও মাপা যায় না। তাই লেইডার প্রযুক্তির ড্রোন ব্যবহার করবে আইএমইডি। এ ছাড়া প্রকল্প এলাকার জমি অধিগ্রহণ ঠিকমতো হয়েছে কি না, সেটি দেখার জন্য জিও ম্যাপিং প্রযুক্তির ড্রোন কেনার পরিকল্পনা আছে আইএমইডির।

এই লেখকের অন্যান্য লেখা

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন