e-GP তে e-CMS সম্প্রসারিত করা হয়েছে

গত ১৪ নভেম্বর ২০১৯ ইং তারিখে ই-জিপিতে ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) এর পাইলট শুরু হয়েছিল। তখন LGED এর ৩টি এবং RHD এর ২টি চুক্তি কে e-CMS এ পাইলটিং এর জন্য প্রস্তুত করা হয়। সফল পাইলটিং করার পর, সিপিটিইউ কর্তৃক সমস্ত ক্রয়কারী সংস্থাগুলিতে e-CMS চালু করার পরিকল্পনা করে।

তার-ই ধারাবাহিকতায় আজ ২১ শে ডিসেম্বর ২০২২ ইং তারিখে সিপিটিইউ হতে ১টি সার্কুলার জারীর মাধ্যমে সব সরকারি দপ্তরকে এই e-CMS ব্যবহারের নির্দেশনা দেয়া হয়েছে।
আরও দেখুনঃ ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) কি ?
ই-জিপিতে প্রতিনিয়ন নতুন নতুন ফিচার সংযোজন, পরিবর্ধন ও পরিমার্জন করা হয়। অতি সম্প্রতি e-GP তে ইলেকট্রনিক কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (e-CMS) সম্প্রসারন ও আপডেট করা হয়েছে। কি সেই নতুন আপডেট … … জানতে দেখুনঃ

এই লেখকের অন্যান্য লেখা

Kamikaze Bidding: A Risky Strategy
The word “kamikaze” (神風) literally means “divine wind” in Japanese, referring to a typhoon that dispersed a Mongol fleet attempting

Agile Expressions: A brief dictionary for New Practitioners
Agile methodology is a project management framework that breaks down projects into phases, or sprints. It’s an iterative process that emphasizes teamwork,

অবশেষে সরকারি কেনাকাটায় ১০% মার্জিন বাতিল
টেন্ডারে সিন্ডিকেট ভাঙতে প্রকিউরমেন্ট অধ্যাদেশ সংশোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কেনাকাটায়

ই-জিপিতে মূল্যায়ন কমিটির কলেবর বৃদ্ধিঃ সদস্যদের সম্মানী পাওয়াতে বঞ্চনা বৃদ্ধির আশংকা
আমরা ইতিমধ্যেই জানি যে গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখে ই-জিপি গাইড লাইন (সংশোধিত) ২০২৫ [Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines