কোটেশন বা RFQ (Request For Quotation) ক্রয়কারি এবং দরদাতাদের কাছে একটি খুবই প্রচলিত এবং জনপ্রিয় ক্রয় পদ্ধতি।
পিপিআর-০৮ এর বিধি ৬৯(১) অনুযায়ি ক্রয়কারী বাজারে বিদ্যমান প্রমিত মানের স্বল্প মূল্যের সহজলভ্য পণ্য ও সংশ্লিষ্ট সেবা এবং স্বল্পমূল্যের সাধারণ কার্য ও ভৌত সেবা ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্টকৃত মূল্যসীমা অতিক্রম না করা সাপেক্ষে (তফসিল-২ অনুযায়ি) কোটেশন প্রদানের অনুরোধ জ্ঞাপন পদ্ধতি প্রয়োগ করতে পারে।
কিন্তু এই কোটেশন পদ্ধতির ব্যবহার নিয়ে এমন অনেক প্রশ্ন আছে যা হঠাৎ হঠাৎ প্রয়োজন পরে। এরকম একটি জিজ্ঞাসা হলোঃ RFQ তে একাধিক দরদাতার দর সমান হলে ১ম সর্বনিম্ন দরদাতা কিভাবে নির্ধারিত হবে ?
এ বিষয়ে বিস্তারিত জানতে লগইন করুনঃ