দরপত্রের মাধ্যমে ক্রয়ে পণ্যের সঠিক মান নিশ্চিতে যা যা করতে হবে

পণ্যের গুণগত মান বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে একটি মৌলিক বিষয়। পণ্য ও সংশ্লিষ্ট সেবা ক্রয়ের ক্ষেত্রে এর সঠিক মান, ওজন ও পরিমাপ নিশ্চিতকরণের মাধ্যমে ভোক্তা ও অংশীজনের স্বার্থ রক্ষা করা অত্যন্ত গূরুত্বপূর্ণ।
পণ্য বা সেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী পণ্যের মান নির্ধারিত হয়। এই মান নির্ধারক বা উপাদানগুলোর মাধ্যমে ক্রেতার কাছে পণ্য সম্পর্কে সন্তুষ্টি বা অসন্তুষ্টির মনোভাব সৃষ্টি হয়। পণ্যের মান বলতে সাধারণভাবে ক্রেতার প্রত্যাশা পূরণে পণ্যের সক্ষমতাকে বুঝায়। ব্যাপক অর্থে, মান হলো পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্যসমূহ যা ভোক্তা বা ক্রেতার চাহিদা মেটায়, সন্তুষ্টি বিধান করে এবং যার উপযোগিতা বা কার্যকারিতা ভোগকারী বা ক্রেতার কাছে প্রত্যাশার সমান বা তার চেয়েও বেশি। মানের নির্ধারক বা উপাদান হিসেবে পণ্যের নকশা, মানের প্রতিফলন (Reflection of Quality), সহজলভ্যতা, সহজ ব্যবহারযোগ্যতা, সরবরাহের ধরণ, বিক্রয়োত্তর সেবা বিবেচনা করা হয়।
বিভিন্ন কাঁচামাল, যন্ত্রপাতি, মালামাল, ইত্যাদি পণ্য ক্রয়ে প্রতি বছর বিশাল অঙ্কের অর্থ ব্যয় হয়ে থাকে। সরকারি তহবিলের মাধ্যমে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়কারীকে দরপত্র প্রক্রিয়া অনুসরণ করতে হয়। ক্রয়কারী পণ্য ক্রয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন না করলে পদে পদে বিপদ।
আজকে দেখবো, দরপত্রের মাধ্যমে ক্রয়ের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করলে সঠিক মানের পণ্য প্রাপ্তি নিশ্চিত হতে পারে সেই বিষয়গুলো।
বিস্তারিত জানতে লগইন করতে হবে।

এই লেখকের অন্যান্য লেখা

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন

দরপত্র দলিলের মূল্য কত হবে ? কিভাবে নির্ধারণ করবেন ?
ক্রয়কারী কর্তৃক দরপত্রদাতার নিকট সরবরাহের জন্য প্রস্তুতকৃত দলিল হচ্ছে দরপত্র দলিল বা টেন্ডার ডকুমেন্ট (Tender document) বা টেন্ডার সিডিউল। বিজ্ঞাপন

Agency theory and its relevance in procurement
Agency theory, also known as principal-agent theory, is a theory that explains the relationship between a principal and an agent.