সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (CCGP) পুনর্গঠন করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে আহ্বায়ক করে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ রবিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ১০ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অথবা প্রতিমন্ত্রীও থাকবেন কমিটিতে।
এই সিসিজিপি (CCGP) কমিটি যে সব ক্রয় ও চুক্তি সম্পাদনের প্রস্তাব বিবেচনা করবে তা হলঃ
পূর্ত কাজ ও ভৌত সেবা: ১০০ কোটি টাকার ঊর্ধ্বের (উন্নয়ন প্রকল্প ও অনুন্নয়ন বাজেটের ক্ষেত্রে)
পণ্য/যন্ত্রপাতি/সরঞ্জামাদি ও সংশ্লিষ্ট সেবা:
উন্নয়ন প্রকল্পঃ ১০০ কোটি টাকার ঊর্ধ্বের
অনুন্নয়ন বাজেটঃ ৫০ কোটি টাকার ঊর্ধ্বের
পরামর্শক সার্ভিস (কনসালটেন্সি সার্ভিসেস) সংক্রান্ত:
উন্নয়ন প্রকল্পঃ ৩০ কোটি টাকার ঊর্ধ্বের
অনুন্নয়ন বাজেটঃ ২০ কোটি টাকার ঊর্ধ্বের
CCGP কমিটি এবং কার্যপরিধি দেখতে ক্লিক করুন