কয়েক মাস আগে আরজেএসসির সহায়তায় অস্তিত্বহীন প্রায় ৮০ হাজার কোম্পানির খোঁজ পায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ টাস্কফোর্স। যেসব কোম্পানির কোনো কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই।
তদন্তে দেখা যায়, কোম্পানি নিবন্ধন করার ক্ষেত্রে আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা নেন উদ্যোক্তারা। কারওয়ান বাজারের আরজেএসসি ভবনের আশপাশের বিভিন্ন ভবনেই এমন শতাধিক পরামর্শক প্রতিষ্ঠান রয়েছে। আইনি সহায়তা দেয় এমন কিছু ছোট ছোট প্রতিষ্ঠান নিজেদের ঠিকানা ব্যবহার করে আরজেএসসি থেকে নিবন্ধন নিতে সহায়তা করে। আবার ওই আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানই ওই সব কোম্পানিকে কীভাবে কর ফাঁকি দেওয়া যাবে, সেই বুদ্ধি-পরামর্শ দিয়ে থাকে। এটি একটি চক্র হিসেবে কাজ করছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
কারওয়ান বাজার এলাকায় আরজেএসসি কার্যালয়ের আশপাশের প্রায় প্রতিটি ভবনেই কোম্পানি নিবন্ধন নিতে সহায়তা করা হয় এমন ধরনের আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ছড়াছড়ি।
এসব আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা উচিত। আর আরজেএসসি কিংবা এনবিআরের উচিত নিবন্ধন দেওয়ার পর সরেজমিনে কোম্পানির অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত করা। ঠিকানা অনুযায়ী কোম্পানির অফিস না থাকলে নিবন্ধন বাতিল করা উচিত।