পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তায় ভুয়া কোম্পানি নিবন্ধন

কয়েক মাস আগে আরজেএসসির সহায়তায় অস্তিত্বহীন প্রায় ৮০ হাজার কোম্পানির খোঁজ পায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ টাস্কফোর্স। যেসব কোম্পানির কোনো কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেই।
তদন্তে দেখা যায়, কোম্পানি নিবন্ধন করার ক্ষেত্রে আইনি পরামর্শক প্রতিষ্ঠানের সহায়তা নেন উদ্যোক্তারা। কারওয়ান বাজারের আরজেএসসি ভবনের আশপাশের বিভিন্ন ভবনেই এমন শতাধিক পরামর্শক প্রতিষ্ঠান রয়েছে। আইনি সহায়তা দেয় এমন কিছু ছোট ছোট প্রতিষ্ঠান নিজেদের ঠিকানা ব্যবহার করে আরজেএসসি থেকে নিবন্ধন নিতে সহায়তা করে। আবার ওই আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানই ওই সব কোম্পানিকে কীভাবে কর ফাঁকি দেওয়া যাবে, সেই বুদ্ধি-পরামর্শ দিয়ে থাকে। এটি একটি চক্র হিসেবে কাজ করছে।
শুধুমাত্র Registered ব্যবহারকারিগন-ই সব ফিচার দেখতে ও পড়তে পারবেন। এক বছরের জন্য Registration করা যাবে। Registration করতে ক্লিক করুন।
কারওয়ান বাজার এলাকায় আরজেএসসি কার্যালয়ের আশপাশের প্রায় প্রতিটি ভবনেই কোম্পানি নিবন্ধন নিতে সহায়তা করা হয় এমন ধরনের আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ছড়াছড়ি।
এসব আইনি সহায়তা দেওয়া প্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনা উচিত। আর আরজেএসসি কিংবা এনবিআরের উচিত নিবন্ধন দেওয়ার পর সরেজমিনে কোম্পানির অস্তিত্ব আছে কি না, তা নিশ্চিত করা। ঠিকানা অনুযায়ী কোম্পানির অফিস না থাকলে নিবন্ধন বাতিল করা উচিত।

এই লেখকের অন্যান্য লেখা

প্রকিউরমেন্টে Asymmetric Information এর প্রভাব
প্রকিউরমেন্ট এবং সাপ্লাই চেইনে অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তথ্যের ভারসাম্যহীনতা সৃষ্টি করে। এ

Asymmetric Information কি ?
অ্যাসিমেট্রিক ইনফরমেশন (Asymmetric Information) অর্থ হচ্ছে এমন একটি পরিস্থিতি যেখানে একটি পক্ষ অন্য পক্ষের তুলনায় অধিক বা বা উন্নতমানের তথ্য

Moral hazard এর সাথে প্রকিউরমেন্টের কি সম্পর্ক ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard নিয়ে প্রাথমিক ধারণা পেতে দেখুনঃ Moral Hazard কি ? সরকারি ক্রয়

Moral hazard কি ?
মোরাল হ্যাজারড! এটা একটা খুবই আকর্ষণীয় বিষয়। Moral Hazard বা নৈতিক ঝুঁকি হল অর্থনীতি ও ফাইন্যান্সের একটা ধারণা যেটা এমন